Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৫ বলে সেঞ্চুরি, তবুও রেকর্ড নয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০২:২২ PM আপডেট: ২২ মার্চ ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


মাত্র ২৫ বলে শতরান। হইচই ফেলে দিলেন ইংরেজ ক্রিকেটার উইল জ্যাকস। তবে রেকর্ড বইতে এই ইনিংস জায়গা পাচ্ছে না। কারণ ম্যাচটি সরকারি স্বীকৃত নয়।

দুবাইতে বৃহস্পতিবার টি১০ লিগের ম্যাচে সারের মুখোমুখি হয়েছিল ল্যাঙ্কাশায়ার। প্রথমে ব্যাট করতে নেমেছিল সারে। তারপরই বাইশ গজে ঝড় তোলেন ২০ বছরের তরুণ। মাত্র ৩০ বলে ১০৫ রান করেন তিনি। শতরান করেন ২৫ বলে। যার মধ্যে রয়েছে আটটি চার ও এগারোটি ছয়। যেখানে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা ল্যাঙ্কাশায়ারের স্পিনার স্টিফেন প্যারির এক ওভারে মেরেছেন ছয় ছক্কা—সেই ওভার থেকে এসেছে মোট ৩৭ রান। 

আগামী মাস থেকেই কাউন্টি মৌসুম শুরু হবে। তার আগে দু'‌দলই প্রাক মৌসুম প্রস্তুতি সারছে। উইল জ্যাকসের এই ইনিংসের সুবাদে ১০ ওভারে সারে তোলে ১৭৬/‌৩। জবাবে ল্যাঙ্কাশায়ার ১০ ওভারে তোলে মাত্র ৮১/‌৯।

এখনও পর্যন্ত মাত্র আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন জ্যাকস। করেছেন ৩০১ রান। ম্যাচটি যদি সরকারি স্বীকৃতি পেত, তাহলে গেইলের ৩০ বলে শতরানের রেকর্ড ভেঙে দিতে পারতেন এই তরুণ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন এই প্রোটিয়া।

এরকম একটা ইনিংস খেলার পর জ্যাকস বলেছেন, '‌প্রথম বল থেকেই শট খেলার চেষ্টা করেছি। বল ভালই ব্যাটে আসছিল। এরকম একটা ইনিংস বেশ আনন্দ দিল।'‌

Bootstrap Image Preview