Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনজুরিতে বড় ধাক্কা খেল চেন্নাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১১:০১ AM আপডেট: ২১ মার্চ ২০১৯, ১১:০১ AM

bdmorning Image Preview


শনিবার মাঠে গড়াবে আইপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এই ম্যাচের আগেই ধাক্কা খেল চেন্নাই শিবির।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার পেস বোলিং সেনসেশন লুঙ্গি এনগাদির। সাইট স্ট্রেইন্থের ইনজুরির কারণে ক্যারিয়ারের প্রথম বারের মতো আইপিএলে সুযোগ পেয়েও খেলা হবে না তার। ইনজুরি থেকে সেরে উঠতে এনগিদির চার সপ্তাহ ও নর্টজের ছয় সপ্তাহ সময় লাগবে।

কেপ টাউনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সাইট স্ট্রেইন্থের ইনজুরিতে পড়েন এই মূহূর্তে দক্ষিণ আফ্রিকার স্ট্রাইক বোলার লুঙ্গি এনগাদি। গেলো ৭ ম্যাচে ১১টি উইকেট শিকার করেছেন এনগাদি। অভিষেকের পর থেকেই দূর্দান্ত বোলি করে চলা ২২ বছর বয়সী এই পেসারকে বেশ উচ্চ মূল্যে বিদেশি কোঠায় দলে ভিড়িয়ে ছিলো চেন্নাই সুপার কিংস। তার বদলে ইংলিশ পেসার ডেভিড উইলি এখন বিকল্প ভাবনা চেন্নাইয়ের।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হচ্ছে না আরেক ফাস্ট মিডিয়াম বোলার আনরিচ নর্টজের। ডান কাঁধের ইনজুরিতে পড়েছে। সেরে উঠতে তার ছয় সপ্তাহ সময় লাগবে।

Bootstrap Image Preview