Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয়ের সেঞ্চুরির জবাবে নাসিরের হাফ সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৩:৪৫ PM আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিলেন এনামুল বিজয়। চলতি আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট দলের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন। একই ম্যাচে হাফ সেঞ্চুরির তুলে নিয়েছেন শেখ জামালের নাসির হোসেন। 

২৬ বছর বয়সী এ ব্যাটসম্যান  ১১৮ বলে নিজের সেঞ্চুরির পর আর বেশি দূর নিয়ে যেতে পারেননি। ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে তানবির হায়দারের বোলিংয়ের শহীদুল ইসলামের হাতে ধরা পড়েন বিজয়। আউট হওয়ার আগে করেন ১০১ রান।

এর আগে তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে  লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

বিজয় ছাড়া আজ শেখ জামালের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করেত নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিমান্যু ইশ্বর। তিনি ১২৬ বল থেকে ১৩৩ রান করেন।দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ভর করে প্রাইম ব্যাংক নির্ধারীত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলেছে। 

জবাবে শেখ জামাল ধানমন্ডি ১২ ওভারে ৫৯ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। এ সময় নাসির হোসেন ও সোহান দলকে জয়ের সারণিতে নিয়ে আসেন। এই দুই ব্যাটসম্যান ১১৬ রানের জুটি গড়েন। ইনিংসের ৩২তম ওভারে শেষ বলে নাসির হোসেন ৭৬ বল থেকে ৭৬ রান করে রাজ্জাকের বলে আউট হন। তার ইনিংসটি ১০টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল। 

নাসিরের বিদায়ের পর তানভির হায়দরাকে নিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন সোহান। শেষ খবর পাওয়া পর্যন্ত শেখ জামালের সংগ্রহ ৩৭ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে ২০৩ রান।

Bootstrap Image Preview