Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মামলায় হেরে ভারতকে ক্ষতিপূরণ দিল পিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১১:৫৩ AM আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview


দ্বিপাক্ষিক চুক্তি না মানায় আইসিসি-র কাছে মামলা দায়ের করেছিল পিসিবি। তারা সেই মামলায় হেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে উল্টো খেসারত দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পিবিসি  বোর্ডে প্রধান এহসান মানি বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

৭০ মিলিয়ন ডলারের দাবি জানিয়ে গত বছর আইসিসি-র বিবাদ নিষ্পত্তি কমিটি-র কাছে একটি ক্ষতিপূরণের মামলায় দায়ের করেছিল পিসিবি। কিন্তু আইসিসি পিসিবি-র আর্জি খারিজ করে বিসিসিআই-কে এই মামলার আইনি খরচের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। যার ফলশ্রুতিতে ভারতকে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মানি বলেছেন, ক্ষতিপূরণ মামলায় হেরে পিসিবি-র প্রায় ১.৬ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।
 

Bootstrap Image Preview