Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোবিদ নিয়োগের কথা বললেন পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১১:১৪ AM আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১১:১৪ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে ফেরা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ প্রার্থনায় সামিল হন ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা। এ সময় ক্রিকেটারদের জন্য বিশ্বকাপের আগে মনোবিদ নিয়োগের কথা জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

নিউজল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলা ক্রিকেটারদের মনে গাড়ো দাগ ফেলেছে। যা বিশ্বকাপের আগে বেশ গুরুত্বে সঙ্গে দেখেছে বিসিবি। শোনা যাচ্ছে, ক্রিকেটারদের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে একজন মনোবিদ আনা হতে পারে। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এ রকম কিছু চিন্তা করছি না। আমরা ওদের অবজারবেশনে রেখেছি। তবে এজন্যই যে মনোবিদ আসবে, তা নয়। আমরা ঠিক করেছি যে, সব মিলিয়ে, বিশ্বকাপ আছে সামনে...। তার আগে একজন মনোবিদ এসে যদি ওদের সাথে সময় কাটান সেটা দলের জন্যই ভালো। তখন যদি কারো মনে হয়, কারো বিশেষ কোনো হেল্প দরকার, তাহলে অবশ্যই তা নেয়া হবে।’

এদিকে সোমবারের দোয়া মাহফিলে মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদসহ অনেক ক্রিকেটারই এসেছিলন। সে সময় প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদো করে কথা বলে ক্রিকেটারদের মনের অবস্থা বোঝার চেষ্টা করেছেন পাপন। তিনি বলেন, 'ওদের মানসিক অবস্থা বোঝারও ব্যাপার ছিলো। আসলে এর চেয়ে ভয়াবহ মানসিক অবস্থা তো আর হতে পারে না। তবে আমার বিশ্বাস ওরা দ্রুত মানসিক অবস্থা দ্রুত উন্নতি করতে পারবে।'

Bootstrap Image Preview