Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৪২ বছরের রেকর্ড ভাঙলেন আইরিশ বোলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:৫০ AM আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:৫০ AM

bdmorning Image Preview


গেল বছর টেস্টে স্ট্যাটাস পাওয়ার পর গেল শুক্রবার নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও আয়ার‌ল্যান্ড। সোমবার টেস্টের চতুর্থ দিনে সেই ম্যাচে শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য টেস্ট জয়ের স্বাদ পায় আফগানিস্তান৷

আয়ারল্যান্ডের বোলার টিম মুরতাঘ৷ আয়ারল্যান্ড ক্রিকেটের টুকটাক খরব যারা রাখেন তারা চিনলেও চিনতে পারেন, কিন্তু সাধারণ ক্রিকেট ফ্যানেদের এই নাম চেনার কথা নয়৷ তবে রবিবার মুরতাঘ যে বিশ্বরেকর্ড গড়লেন তারপর তাঁর নাম এখন ক্রিকেটমহলের আলোচনার কেন্দ্রে৷

দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে এগারো নম্বরে ব্যাট করতে নেমে দুই ইনিংসেই ২৫ প্লাস রান হাঁকিয়েছেন মুরতাঘ৷ প্রথম ইনিংসে ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন৷ ৭৫ বলের আইরিশ বোলারের সেই ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ২টি ছয় দিয়ে৷ দ্বিতীয় ইনিংসে রাশিদ খানদের স্পিন ভেল্কির সামনে ৩২ বলের লড়াই শেষে ২৭ রানে আউট হন৷ অর্থাৎ এগারো নম্বরে ব্যাট করতে নেমে দু’ইনিংসেই ২৫ এর বেশি রান করেন৷

১৪২ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা এই প্রথম৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবার শেষে ব্যাট করতে নেমে মুরতাঘই প্রথম ক্রিকেটার যিনি দুই ইনিংসে ২৫ এর বেশি রান হাঁকালেন৷ দেরাদুনে আফগানিস্তান-আয়ারল্যান্ড ঐতিহাসিক ম্যাচে তাঁর ব্যাটেই তৈরি হল নয়া ইতিহাস৷

গত বছর ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের অভিষেক ঘটে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল আয়ারল্যান্ডের। দুটি দলই সেবার হারের মুখ দেখেছিল।

Bootstrap Image Preview