Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘরোয়া ক্রিকেটও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কিউই বোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৪:০৮ PM আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৪:০৮ PM

bdmorning Image Preview


শুক্রবার  ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ লিডউল মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ৪৯ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জন। এই ঘটনার জেরে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল করার সঙ্গে দেশটির ঘরোয়া ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কিউই বোর্ড। 

প্লাঙ্কেট শিল্ড লিগটি এক রাউন্ড পিছিয়ে দেয়া হয়েছে। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো খেলোয়াড়েরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। ঘরোয়া ক্রিকেট থেকে আপাতত নিজেদের সরিয়ে নিয়েছে ক্যান্টারবেরি।

ক্রিকেটারদের এ সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেছে ক্যান্টারবেরি ক্রিকেট বোর্ড। ক্লাবটির প্রধান নির্বাহী জেরিমি কারউইন বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে পরিষ্কার, এ হৃদয়বিদারক ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, বোর্ড পুরোপুরি তাদের সিদ্ধান্তকে সম্মান জানায়। তাদের সময়োপযোগী সিদ্ধান্তে আমরা গর্বিত।

ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংশ হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। দেশে ফিরে আসছেন টাইগাররা। সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল।

Bootstrap Image Preview