Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিয়ে মুশফিকের স্ট্যাটাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১০:১০ AM আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১০:১২ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে সন্ত্রাসী হামলার অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার স্থানীয় সময় ১.৪০ মিনিটে আল নূর মসজিদে দুইজন বন্দুকধারী এই হামলা চালান।

এদিকে সেসময়ই মসজিদে নামাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন ক্রিকেটার। কিন্তু স্থানীয় এক নারীর কাছে জানতে পেয়ে মসজিজে প্রবেশ থেকে বিরত থাকেন তারা। এরপর ড্রেসিংরুমে ফিরে যান। লিটন দাস ও নাঈম হাসান, কোচ স্টিভ রোডস এবং দলের বাকি কোচিং স্টাফ হোটেলে অবস্থান করছিলেন। 

এদিকে ঘটনার পর টাইগার উইকেটকিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সবার কাছে দোয়া চেয়েছেন।

মুশফিক লিখেন, ক্রাইস্টচার্চে  মসজিদের গোলাগুলি থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা খুবই ভাগ্যবান ছিলাম। আল্লাহকে ধন্যবাদ। আমরা ঘটনার খুব কাছে ছিলাম এবং এই জিনিসগুলো আর অনুভব করতে চাই না। আমাদের জন্য প্রার্থনা করবেন।

স্থানীয় পত্রিকার বরাত দিয়ে জানা যায় সন্ত্রাসী হামলার ঘটনায় এ পর্যন্ত  নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।তারা জানাচ্ছে নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। ধারণা করা হচ্ছে একসঙ্গে আরও বেশ কিছু স্থানে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে।

Bootstrap Image Preview