Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্ট ক্রিকেটে ফ্রি হিট ও কাউন্টডাউন ক্লক চালুর প্রস্তাব সাকিবদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১১:৪৯ AM আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১১:৫২ AM

bdmorning Image Preview


টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্টের পর এবার টেস্ট ক্রিকেটেও ফ্রি হিট অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সেই সঙ্গে ক্রিকেটে সময় বাঁচানোর জন্য কাউন্টডাউন ঘড়িও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে তাঁরা।

গক সপ্তাহে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় এমসিসির বৈঠক। যেখানে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, শেন ওয়ার্ন ও সৌরভ গাঙ্গুলীসহ একাধিক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেট ফ্রি হিট চালু করার প্রসঙ্গে এমসিসি জানিয়েছে আদর্শ বোলিং ও বোলারদের সতর্ক করতে জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও এমন ফ্রি-হিট চালুর কথা হোক। ফ্রি হিট অথাৎ কোনো বোলার যদি 'নো' বল করেন, তবে পরের বলে ফ্রি-হিট পান ব্যাটসম্যান। যে বলে স্বাভাবিক আউট (ক্যাচ বা লেগ বিফোর) থাকে না, ইচ্ছেমত শট নেয়া যায়।

এদিকে টেস্ট ক্রিকেটে খেলার গতি বাড়ানোর জন্য শট ক্লক সিস্টেম চালু করার প্রস্তাব দিয়েছে এমসিসি কমিটি। তাদের মতে, স্লো ওভার রেটের জন্য টেস্ট ক্রিকেটের গতি কমে যাওয়াই নাকি দর্শক হারানোর একটি কারণ হিসেবে উল্লেখ করেছে এমসিসি কমিটি।

এমনকি নতুন ওভার শুরু করার জন্য ৪৫ সেকেন্ড সময় গণনা করবে ঘড়ি। নতুন ব্যাটসম্যান আসার বেলায় সেটা হবে ৬০ সেকেন্ড আর বোলার পরিবর্তনের জন্য ৮০ সেকেন্ড। এই সময়ের মধ্যে কোন দল যদি সেই চাহিদা পূরণ করতে না পারে, তবে সতর্ক করে দেয়া হবে।

উইকেট পতন, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা, ড্রেসিং রুম থেকে উইকেটের দূরত্ব বিবেচনা, ড্রিংকস ব্রেকের ক্ষেত্রে এমন টাইমার শুরু হবে। কাউন্টডাউন শুরু হয়ে শূন্যতে আসার আগেই ব্যাটসম্যান ও ফিল্ডারদের তাদের নির্ধারিত জায়গায় যেতে হবে।

Bootstrap Image Preview