Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়েলিংটন টেস্টের পর ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মাহমুদুল্লাহ মিঠুন ও সাদমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১০:২৪ AM আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজি এখনো সাফল্যোর মুখ দেখেনি বাংলাদেশ দল। ওয়ানডের পর টানা দুই ম্যাচ হেরে টেস্ট সিরিজও খুইয়েছে তারা। টেস্টের দুটি ম্যাচেই এসেছে ইনিংস পরাজয়। তবে ব্যাক্তিগত পারফরম্যান্সের জন্য টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস এবং ৪০ রানে হারে বাংলাদেশ। এই ম্যাচের দুই ইনিংসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ২২ ও ১৪৬ রান। এরপর ওয়েলিংটনে তার দল হারে ১২ রানে। এই ম্যাচে রিয়াল প্রথম ইনিংসে ১৩ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ৬৭ রানের ইনিংস। যা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল। দুই টেস্টের চার ইনিংস মিলে করেন ২৪৭ রান। যার সুবাদে ক্যারিয়াসেরা ৩৪ তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

এদিকে শুধু মাহমুদল্লাহ নয় র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাদমান ইসলাম ও মোহাম্মদ মিঠুনের। সাদমান চার ধাপ উন্নতিতে ব্যাটসম্যাসদের তালিকায় ৯৮ আর মিঠুন ২৫ ধাপ উন্নতিতে ১১৫ তম অবস্থানে উঠে এসেছেন।অন্যদিকে ৩ উইকেট নিয়ে বোলার র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে আবু জায়েদ রাহীর। বর্তমানে ৭৭তম স্থানে রয়েছেন তিনি।

২০ রানে জীবন পেয়ে সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করা রস টেইলর ১১ ধাপ এগিয়ে ব্যাটসম্যানের তালিকায় এখন আছেন ১৩তম স্থানে। দলপতি কেন উইলিয়ামসন আছেন দ্বিতীয় স্থানে।

Bootstrap Image Preview