Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোহলির উইকেট সবচেয়ে বেশি নিয়েছেন কোন বোলার?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৩:৫১ PM আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview


বর্তমান ক্রিকেট বিশ্বের রান মেশিন হিসেবে মনে করা হয় বিরাট কোহলি। টেস্টে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই দাপটের সঙ্গে রান তুলছেন। ক্রিজে নামার প্রথম থেকেই থেকেই যেন তিনি সেট ব্যাটসম্যানের মতো ব্যাটিং করেন। 

বিশ্বের বাঘা বাঘা বোলাররা যেন কোহলির কাছে অসহায় মনে হয়। তবে কোহলিও যেহেতু মানুষ তাই তারও ভুল ক্রুটি হয়। সেই সুযোগ কাজে লাগিয়েই কোহলির উইকেট শিকার করেন বোলাররা। 

বিশ্ব ক্রিকেট সবচেয়ে কোহলির উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন জেমস পেসার জেমস অ্যান্ডারসন (পাঁচবার টেস্টে, তিনবার ওয়ানডেতে), আরেকজন হলেন সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান (টেস্ট আর ওয়ানডেতে চারবার করে)।

কোহলিকে সাতবার করে আউট করেছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়ন (সবগুলোই টেস্টে), দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল (চারবার টেস্টে, তিনবার ওয়ানডেতে), ক্যারিবীয় পেসার রবি রামপল (ছয়বার ওয়ানডেতে, একবার টেস্টে) এবং নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি (পাঁচবার ওয়ানডে, দুইবার টেস্টে)।

ছয়বার করে আউট করেছেন যারা তাদের মধ্যে পাঁচজনই ইংল্যান্ডের-মঈন আলী, স্টুয়ার্ট ব্রড, আদিল রশিদ, বেন স্টোকস আর ক্রিস ওকস। একজন অস্ট্রেলিয়ার-পেসার প্যাট কামিন্স। আর পাঁচবার করে আউট করা বোলারদের মধ্যে জাম্পার সঙ্গে আছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা।

Bootstrap Image Preview