Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেমন হতে যাচ্ছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের জার্সি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১২:৩৫ PM আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview


ইংল্যান্ড বিশ্বকাপকে প্রথম দল হিসেবে জার্সি প্রকাশ করেছে ভারতীয় দল। সেই ধারাবাহিকতায় জার্সি নির্বাচনের প্রকিয়া শুরু করেছে বিসিবি। বিসিবির বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন,  আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বাংলাদেশ ক্রিকেট দলের ২০১৯ বিশ্বকাপের জার্সির নকশা।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, দশ বারোটা ডিজাইন নিয়ে ওখান থেকে আমরা একটা সিলেক্ট করব। আমরা যে জিনিসটা মাথায় রাখি তা হলো বাংলাদেশের ফ্ল্যাগ, চিত্রটাও সেখানে থাকবে, বাঘটাও বেশ ইম্পর্ট্যান্ট।

জানা গেছে, বাংলাদেশের পতাকার রং লাল সবুজের প্রাধান্য থাকবে বেশি। বাংলাদেশের ক্রিকেট দলের প্রতীক বাঘের ছাপেও থাকছে বিশেষ নজর। আগামী সপ্তায় নকশা চূড়ান্ত করবে ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে এ নিয়ে বিসিবি'র ওয়াকিং কমিটি বৈঠকও করেছে বেশ কয়েকবার।

আইসিসি বিশ্বকাপে এর আগে বেশ কয়েকবার বাংলাদেশের জার্সি প্রশংসা কুড়িয়েছে। তাই জার্সি সৌন্দর্যের দিকে বিসিবি'র থাকছে বিশেষ নজর। তবে, এবার জার্সি তৈরিতে সম্পৃক্ত থাকছে না কোন প্রতিষ্ঠান।

Bootstrap Image Preview