Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১১:৪৮ AM আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


বুধবার ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে কোহলি অ্যান্ড কোং৷ পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় থাকায় আজকের ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। 

আজকের ম্যাচেও শেষ দুই ওডিআই -এর জন্য বিশ্রাম দেওয়া ধোনিকে পাচ্ছে না ভারতীয় শিবির। কাজেই মোহালিতে খারাপ খেলার জন্য সমালোচনা হলেও আরও একটি সুযোগ পাবেন ঋষভ পান্থ। যুজবেন্দ্র চাহালকে বসিয়ে মোহম্মদ শামিকে দলে ফিরিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে ভারত তিন পেস বোলারে খেলবে। রায়ডুর জায়গায় কেএল রাহুল এসে বিশেষ তফাত ঘটাননি। তবে আরও একটা সুযোগ তাঁরও প্রাপ্য বলে মনে করছে দল।

স্টইনিসের আঙুল ভেঙে যাওয়াতেই মোহালিতে সুযোগ পেয়েছিলেন অ্যাশটন টার্নার। দিল্লি ম্যাচের আগে স্টইনিস খেলার মতো জায়গায় এসে গিয়েছেন বলে খবর রয়েছে। ফলে উইকেটরক্ষক অ্যালেক্স কেরিকে বসিয়ে তাঁর জায়গায় স্টইনিস ও টার্নার দুজনকেই খেলাতে পারে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে উইকেটরক্ষক হিসেবে খেলবেন পিটার হ্যান্ডসকম্ব।

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, কেদার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল/ মোহম্মদ শামি, ও জসপ্রিত বুমরা

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, অ্যাশটন টার্নার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক)/ স্টইনিস, প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জেসন বেহেরেনডর্ফ/নাথান লিয়ন।

Bootstrap Image Preview