Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতের ইনজুরি,পায়ের পেশিতে টান, সেঞ্চুরি করে ম্যাচ জিতালেন জহুরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৬:৫৪ PM আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৬:৫৪ PM

bdmorning Image Preview



চলতি ডিপিএলের প্রথম ম্যাচে জহুরুল ইসলাম অমির দুর্দান্ত সেঞ্চুরিতে ৬০ রানের জয় পেয়েছে আবাহনী।

ডিপিএলের টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে দলে ছিলেন না জহুরুল।কিন্তু ওয়ানডে লিগের শুরুতেই সেই ইনজুরি  নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। ব্যাট হাতে ১৪৭ বলে অপরাজিত ১২১ রান করেন তিনি। তাঁর রানের উপর ভর করে ২১৬ রান করে আবাহনী। 

২১৬ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ১৫৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।

এই দিন জহুরুলের সেঞ্চুরিটা ছিলো অনেক কষ্টের। সেঞ্চুরির ঠিক আগ মুহুর্তে পায়ের পেশিতে টান লাগে তাঁর। এরপর হাতের ইনজুরি ও পেশির টান নিয়ে সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে যান।

ম্যাচ শেষে জুহুরুল বলেন, 'অবশ্যই আমার এখনও কিছু ঘাটতি আছে ব্যাটিংয়ে। ব্যাথাটা এখনও পুরোপুরি সারেনি। চেষ্টা করছি, ফিজিওরাও আমাকে অনেক সাহায্য করছে। আল্লাহর রহমতে দ্রুত সেরে যাবে। আমি মাত্র ১১ দিন আগে প্লিন্ট পড়ানো ছিল হাতে, সেটি খুলেছি। আল্লাহর রহমতে ভালোই রিকোভারি হচ্ছে। কঠিন ছিলো দেখে হয়তো একটু সহজ হয়েছে। আমার এই হাত নিয়ে শট খেলা সম্ভব ছিলো না। আর দলের অবস্থা সেটাই ডিমান্ড করে।  সবমিলিয়ে আল্লাহর রহমতে ভালোই হয়েছে আরকি,' ম্যাচ শেষে বলেছেন জহুরুল।

Bootstrap Image Preview