Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'হার্দিক ও রাহুলের মত হয়ো না, বিরাটের মত হও'  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৬:১৭ PM আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৬:১৭ PM

bdmorning Image Preview


ভারতীয় হকি দলের জাতীয় ক্যাম্পেই খেলোয়াড়দের মিডিয়া ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে৷ সেখানে ক্যামেরার সামনে কী বলা উচিত আর কী বলা উচিত নয়, তার একটি তালিকা ধরিয়ে দেওয়া ছাড়াও হকি ইন্ডিয়ার তরফে নির্দেশ দেওয়া হয় যে, গণমাধ্যমে কথা বলার সময় বিরাট কোহলিকে অনুসরণ কর, হার্দিক পান্ডিয়ার মতো আচরণ কোরো না৷

হকি ইন্ডিয়া চায় না খেলোয়াড়রা ভুল করেও এমন কোনও আচরণ করুক৷ তাই আগে ভাগে তাদের সচেতন করার চেষ্টা করে জাতীয় হকি সংস্থা৷এক্ষেত্রে কোহলিকে একক করতে বলা হয় হকি তারকাদের৷ এও বলা হয় যে, ম্যাচ হারার পর নিজেকে সংযত রেখে যেভাবে বিরাট মিডিয়াকে সামলায়, তা থেকে শিক্ষা নিতে৷

উল্লেখ্য, গত জানুয়ারিতে একটি বিখ্যাত টেলিভিশন শো’য়ে হার্দিক পান্ডিয়া মহিলাদের প্রতি অসম্মানজনক কথাবার্তা বলেন৷ সেই শোয়ে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার আরেক তারকা লোকেশ রাহুল৷

Bootstrap Image Preview