Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে স্মিথ-ওয়ার্নারকে নিয়ে আশায় বুক বাঁধছেন ওয়ার্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১০:৩৩ AM আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১০:৩৩ AM

bdmorning Image Preview


ক্রিকেট থেকে এক বছরের নির্বাসন কাটিয়ে আগামী মাসেই ফিরছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। যাঁদের দলে পেয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে পারে অস্ট্রেলিয়া। এমনই মনে করেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। 

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারীর দায়ে এ জুটিকে এক বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। এ মাসের শেষ দিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ শিরোপা অক্ষুন্ন রাখতে তারা পুনরায় জাতীয় দলে ফিরছেন বলে ব্যপকভাবে ধারনা করা হচ্ছে।

উভয় খেলোয়াড়ই সম্প্রতি কনুইর অস্ত্রোপচার করিয়েছেন। এরপর আপাতত তাঁরা সুস্থ। চলতি সপ্তাহেই নেট শুরু করেছেন স্মিথ। এ বার দেখার ক্রিকেটের বিশ্বমঞ্চে তাঁদের স্বমহিমায় ফিরে পাওয়া যায় কি না। 

ওয়ার্ন নিজেও এক বছরের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেছিলেন। ২০০৩ সালে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল ওয়ার্নকে। কিন্তু তাঁর প্রত্যাবর্তন ঘটেছিল আরও ভয়ঙ্কর রূপে। ওয়ার্ন মনে করেন, স্মিথ, ওয়ার্নারও প্রমাণ করার জন্য নিজেদের উজাড় করে দেবেন। মাঠে ফিরবেন দ্বিগুণ খিদে নিয়ে। 

ওয়ার্নের ব্যাখ্যা, "অভিজ্ঞতা থেকেই বলছি, এক বছর মাঠের বাইরে থাকলে খিদেটা আরও বেড়ে যায়। একজন বুঝতে শুরু করে, তার কাছে ক্রিকেটের কতটা গুরুত্ব। সেটাই একজনকে আরও ভাল খেলার অনুপ্রেরণা দেয়। এখন স্মিথ ও ওয়ার্নার দু'জনের কাছেই অনেক কিছু প্রমাণ করার রয়েছে।’’

Bootstrap Image Preview