Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়েলিংটনেই এসেছিল সাকিব-মুশফিকের ৩৫৯ রানের রেকর্ড জুটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১০:১৮ AM আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview


ওয়েলিংটনের বেসিন রির্জাভে শুক্রবার ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচের টেস্টে এটি বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। তবে এই ম্যাচেও বাংলাদেশ পাচ্ছে না বেসিন রির্জাভে মাঠে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়া সাকিব ও মুশফিকের সার্ভিস।

হাতের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজের প্রথম থেকে ছিটকে গেছেন সাকিব। ধারণা করা হচ্ছে সফরের একেবারে শেষ অংশে তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন তিনি। যা বাংলাদেশ 

২০ ফেব্রুয়ারি শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন মুশফিক। এরপর বুধবার প্রথমবারের মতো ক্রিকেট বলে অনুশীলন করার সময় আবার পাঁজরের ব্যাথা আবার অনুভব হওয়ায় দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা শেষ করে দিয়েছে। টাইগার কোচ স্টিভ রোডস কথায় সেটাই আন্দায় করা য়ায়।

তাই গেলবার এই ওয়লিয়টনেই এই দুই ব্যাটসম্যানের সার্ভিসটা মিস করবে বাংলাদেশ। কারণ টাইগারদের টেস্ট ইতিহাসে জুটিতে সর্বোচ্চ রান ওয়েলিংটনের বেসিন রির্জাভেই করেছেন সাকিব-মুশফিক। ২০১৭ সালের সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েন সাকিব-মুশফিক। এজন্য তারা ৪৯৫ বল মোকাবেলা করেন। জুটিতে সাকিব ২৩৫ বলে ১৯৪ রান ও মুুশফিক ২৬০ বলে ১৫৯ রান করেন। শেষ পর্যন্ত ৩১টি চারে ২৭৬ বলে সাকিব ২১৭ রান ও মুশফিক ২৩টি চার ও ১টি ছক্কায় ২৬০ বলে ১৫৯ রানে আউট হন। শেষ পর্যন্ত টেস্টটি ৭ উইকেটে হারে বাংলাদেশ।

সাকিব-মুশফিকের এই জুটির সংগ্রহ এখনো বাংলাদেশের টেস্ট ইতিহাসে যেকোন জুটিতে সর্বোচ্চ রান। তাই এমন অনন্য অর্জনের ভেন্যুতে আসন্ন টেস্টে থাকছেন না সাকিব-মুশফিক। এজন্য স্পষ্ট করেই বলা যায় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব-মুশফিককে অনেক বেশি মিস করবে বাংলাদেশ।

Bootstrap Image Preview