Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকার ক্রিকেটে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং থামাতে যা করতে যাচ্ছে সিসিডিএম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৮:১০ PM আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview



ঢাকা প্রিমিয়ার লিগ(ডিপিএলে) পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং থামাতে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা করছেন সিসিডিএম প্রধান কাজী এনাম । বুধবার বাংলাদেশ অলেম্পিক অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বিষয়টি জানিয়েছেন তিনি। 

ঘরোয়া ক্রিকেটের পাতানো ম্যাচ ও পক্ষপাতমূলক আম্পায়ারিং এই মুহুর্তে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষত। এখানে ব্যাট-বলের কীর্তি নয়, গুটি কয়েক ক্লাব কর্মকর্তার পেশী শক্তিই এখানে আসল। যার জন্য খবরের শিরোনাম হতে হয় সিসিডিএম ও বিসিবির ক্রিকেট কর্তাদের। তাই বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ ইস্যু ও আরও নানা অভিযোগে জর্জরিত এই টুর্নামেন্টকে মুক্ত করতে চান সিসিডিএম প্রধান। 

এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা চেষ্টা করব ডিপিএলকে সরাসরি সম্প্রচার করার। আমরা আম্পায়ারিং ইস্যুটি সম্পর্কে অবগত। বিসিবি প্রেসিডেন্ট এই বিষয়ে কথা বলেছেন মিডিয়ায়। তিনি চান লীগটা যেন ঠিক মতন হয়। আমরা সবসময় চেষ্টা করে এসেছি আম্পায়ারিং এর মান উন্নত করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত থাকবে।'

এছাড়া মাঠগুলোতে আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করার জন্য ক্যামেরা রাখা হবে বলে জানিয়েছেন এনাম। 'গত আসরে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ তোলা হয়নি। তবে যখনই কোনো সমস্যা হয়েছে আম্পায়ার্স কমিটির সাথে যোগাযোগ করা হয়েছে।'

উল্লেখ্য, ডিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে আগামী আট মার্চ থেকে মাঠে গড়াবে ডিপিএল ওয়ানডে টুর্নামেন্ট। এখন সময়ের অপেক্ষা আম্পায়ারদের বিপক্ষে সিসিডিএম কতটা নজরদারী হন।

Bootstrap Image Preview