Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরাজয় দিয়ে টি-টোয়েন্টি শুরু করল গেইলরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৩:২৪ PM আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


ওয়ানডে সিরিজ ড্রয়ের পর দারুণ জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০'তে লিড নিল সফররত ইংল্যান্ড। ক্যারিবীয়দের তারা হারিয়েছে ৪ উইকেটে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে উইন্ডিজ। জবাবে ৬ উইকেটের বিনিময় জয় তুলে নেয় ইংলিশরা। ম্যাচসেরা হয়েছেন জনি বিয়ারস্টো।

মঙ্গলবার রাতে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস হেরে ব্যাট করতে ওয়েষ্ট ইন্ডিজ। পাওয়ার প্লে'র মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান শাই হোপ (৬), ক্রিস গেইল (১৫) এবং শিমরন হেটমায়ার (১৪)।

চতুর্থ উইকেটে জুটি বাঁধেন ড্যারেন ব্রাভো এবং নিকলাস পুরান। দুজনের ৫১ বলে ৬৪ রানের জুটিতে ব্রাভোর অবদান ৩০ বলে ২৮ রান। শুরুর ধাক্কা সামনে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩ চার ও ৪ ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৭ বলে ৫৮ রান করেন নিকলাস পুরান। 

 

ইংলিশদের হয়ে কুরান ৪টি, জর্ডান ২টি, রশিদ ও ডেনলি একটি করে উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে ইংল্যান্ডও শুরুতেই ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট হারায়। শুরুর ৫ বল থেকে ১৭ রান তোলার পর তারা হেলসকে হারায়। আর দলীয় ৩২ রানে কোনও রান না করেই বিদায় নেন জো রুট।

টিকতে পারেননি অভিজ্ঞ মরগানও। দলীয় ৮৩ রানে তার বিদায়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে জনি বেয়ারস্টোর ৬৮ আর ডেনলির ৩০ রানে ৭ বল বাকি থাকতেই দারুণ জয় পায় ইংলিশরা।

Bootstrap Image Preview