Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

“আইসিসি-‌র লক্ষ্য একটাই, ভারতের ক্ষতি করা”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৩:০৭ PM আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


আসন্ন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের বিশ্বকাপের জন্য আইসিসিকে যদি বিসিসিআই কর ছাড় দিতে না পারে তাহলে ভারত থেকে বিশ্বকাপ অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা আবারো মনে করিয়ে দিল। এই প্রতিউত্তরে আইসিসিকে এক রকম হুমকি দিয়ে বসল ভারতীয় বোর্ড বিসিসিআই। সম্প্রতি আইসিসির যে বৈঠক হয়ে গেল, সেখানেই এই প্রসঙ্গ ওঠে। 

ভারতীয় বোর্ডের শীর্ষ এক কর্তা টাইম অব ইন্ডিয়াকে জানিয়েছে, '‌আমাদের আয়কর বিভাগ এবং কেন্দ্র সরকারের নির্দেশ মানতে বাধ্য। এখন আইসিসি যদি কড়া হতে চায়, তাহলে নিশ্চয়ই তারা এর ফল সম্পর্কেও তৈরি আছে।আইসিসি যদি ভারত থেকে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যেতে চায়, যাক। দেখা যাক, এতে ভারতীয় বোর্ডের বেশি ক্ষতি, না আইসিসি-‌র। আসলে যারা প্রশাসনে আছে, তারা এমন কিছু ব্যাপারে নাক গলাচ্ছে, যা অনুচিত। তাছাড়া এক একটি দেশের ক্ষেত্রে আইসিসি এক এক রকম আচরণ করছে। আইসিসি-‌র লক্ষ্য একটাই, যেভাবেই হোক ভারতের ক্ষতি করা।'‌ ‌ ‌

আইসিসির কাজকর্ম যে বিসিসিআই ভাল ভাবে নিচ্ছে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এমন ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকারই নেই এই কর্তাদের। বোর্ডের কেউ কেউ মনে করছেন আইসিসি এমন সুযোগ খুঁজছে যাতে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে একরকম চুক্তি আর বোর্ডের সঙ্গে অন্যরকম চুক্তি রয়েছে আইসিসির, এটা নিয়েও রয়েছে অসন্তোষ। 

Bootstrap Image Preview