Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুশফিককে নিয়ে দুঃসংবাদ দিলেন রোডস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১২:৫৯ PM আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


চলতি নিউজিল্যান্ডে সফরে এখন পর্যন্ত তিন ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কিন্তু কোনো ম্যাচের কিউইদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে উঠতে পারেনি তারা। এমন অবস্থায় শুক্রবার ভোরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। 

দ্বিতীয় টেস্টে ম্যাচের ভেন্যু নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। এই মাঠে গেল নিউজিল্যান্ড সফরের টেস্ট ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। যেখানে সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছিল ২১৭ রান। আর মুশফিক খেলেছিলেন ১৫৯ রানের বীরোচিত ইনিংস।

তবে দুভাগ্যের বিষয় দ্বিতীয় টেস্টে এই দুই ব্যাটসম্যানের কাউকেই পাচ্ছে না বাংলাদেশ। যদিও গতকাল মঙ্গলবারও মুশফিকের রহিমের খেলার সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে আজ টাইগার কোচ স্টিভ রোডের বক্তেব্যের পর দ্বিতীয় টেস্টে মুশফিকের খেলাটা না এর সমান। 

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টাইগারদের অনুশীলন শেষে মুশফিকের ব্যাপারে জানাতে গিয়ে রোডস বলেন, ‘ইনজুরিতে পড়ার পর আজকেই প্রথমবারের মতো ব্যাট হাতে নিল মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে চেষ্টা করেছি। কিন্তু যখনই ক্রিকেট বলে খেলতে গেল, সে লিগামেন্টের আশপাশে তিক্ত ব্যথা অনুভব করেছে। সত্যি বললে দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত সে। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবেই। আশা করছি এর মাঝে আর কোনো সমস্যা দেখা দেবে না।’

Bootstrap Image Preview