Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাক মারার তালিকায় দ্বিতীয় ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:৩৪ AM আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:৩৪ AM

bdmorning Image Preview


ওয়ানডে ক্রিকেটে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জার এক রেকর্ড গড়লেন ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিন তিনি সকলকে হতাশ করে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরে গেলেন তিনি। একদিনের ক্রিকেটে ৯ বছর পর আবার গোল্ডেন ডাক ধোনির। শেষবার ২০১০-এ বিশাখাপত্তনমে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল্ডেন ডাক করেছিলেন তিনি।

কেদার জাদবের বিদায়ের পর ক্রিজে ব্যাট হাতে নামের প্রথম ওয়ানডেতে ৬৯ রানে অপরাজিত থাকা ধোনি।অ্যাডাম জাম্পার প্রথম বলেই স্লিপে উসমান খোয়াজার হাতে ধরা পড়েন তিনি। একদিনের ক্রিকেটে এটি ধোনির পাঁচ নম্বর গোল্ডেন ডাক।

একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই ২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন এমএসডি। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে গোল্ডেন ডাক মারার তালিকায় ধোনি রয়েছেন দ্বিতীয় অবস্থানে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন আফ্রিকার মার্ক ভাউচার। ওয়ানডে ক্যারিয়ারে তিনি মেরেছেন সাতটি ডাক। 

Bootstrap Image Preview