Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনিংস ও ৫২ রানে হারল বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৯:৫০ AM আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৯:৫১ AM

bdmorning Image Preview


হ্যামিলটনে টেস্টের ৫২ রানের ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৪ রানের জবাবে নিউজিল্যান্ড ৭১৫ রানে ৬ উইকেটে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৪২৯ অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে দিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। 

আজ টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে বাংলাদেশ। পঞ্চম উইকেটে দারুণভাবে বাংলাদেশ ঘুরে দাড়ায় সৌম্য-মাহমুদউল্লাহর ব্যাটে। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য। নিউজিল্যান্ডের বড় সংগ্রহের জবাবে পঞ্চম উইকেটে ২৩৫ রান যোগ করেন তারা। 

দলীয় ৩৬১ রানের সময় নতুন বলে সৌম্যর উইকেট তুলে নেন বোল্ট। তার বলে বোল্ড আউট হওয়ার আগে ১৭১ বল থেকে ১৪৯ রানের ইনিংস খেলেন সৌম্য। এ দিনে সৌম্য ৯৪ বলে নিজের অভিষেক সেঞ্চুরি তুলে নেন। এটি বাংলাদেশের টেস্টে ইতিহাসে তামিমের সঙ্গে যৌথ দ্রুততম সেঞ্চুরি। 

সৌম্যর বিদায়ের পরেই ম্যাচের পটভূমি বদলে যায়। দলীয় ৩৭৯ রানে লিটন ও ৩৮০ রানে বিদায়ে নেন লিটন ও মিরাজ। দুজনেই ব্যাক্তিগত ১ রানে আউট হন। মাহমুদউল্লাহ ২২৩ বলে ২১ চার ও ৩ ছক্কায় ১৪৫ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান। বাংলাদেশের স্কোর ছিল ৮ উইকেটে ৪২৮।

চা বিরতি থেকে ফিরে আসার পর বাকি দুটি উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস হার এড়ানোর জন্য বাংলাদেশ হয়ে লড়তে থাকা মাহমুদুল্লাহ দলীয় ৪২৯ রানে বিদায় নেন। ২২৯ বল থেকে ১৪৬ রানে সাইথির বলে আউট হন তিনি। ২১টি চার ও ৩টি ছক্কায় তার ইনিংসটি সাজানো ছিল। একই ওভারে ইবাদত হোসেনকে শূন্য রানে আউট করে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ইতি টানেন সাউথি।

নিউজিল্যান্ডের হয়ে ২৮ ওভারে একাই ৫টি উইকেট নেন বোল্ট। এছাড়া সাইথি ৩টি ওয়াগনার নেন ২টি উইকেট।

Bootstrap Image Preview