Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক রানের জন্য  দেড়শো  করতে পারলেন না  সৌম্য 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৭:৩৭ AM আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৭:৩৭ AM

bdmorning Image Preview


হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের দেওয়া ৭১৫ রানের লক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমেছে টাইগাররা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৬১ রানে ৫ উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছেন সউম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। সকালের শুরুতেই ক্যাপ্টেন মাহমুদউল্লাহকে নিয়ে ক্যারিয়ায়ের পঞ্চম ফিফটি তুলে নেন সৌম্য। 

শুধু ফিফটি করেই থেমে থাকেন না এই বাঁ-হাতি ব্যাটসম্যান। মাহমুদউল্লাহর সাথে শক্ত ভাবে জুটি করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করলেন সৌম্য। সৌম্যর সেঞ্চুরির পর থেমে ছিলেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহও তিনিও তুলে নেন ক্যারিয়ায়রের ১৬তম ফিফটি।

দলীয় ৩১০ রান নিয়ে লাঞ্চে যায় এই দুই ব্যাটসম্যান। বিরতি শেষে আবারো ছন্দে ব্যাটিং করতে থাকেন তাঁরা। নান্দনিক শর্ট আর ব্যাটে বলের দারুণ ছন্দে সেঞ্চুরির পর দেড়শো রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন সৌম্য কিন্তু বোল্টের বলে বোল্ড আউট হন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। মাত্র এক রানের জন্য দেড়শো রান থেকে বঞ্চিত হন তিনি। 

টাইগারদের দ্বিতীয় ইনিংসের সংক্ষিপ্ত স্কোরঃ
তামিম(৭৪), সাদমান(৩৭), মুমিনুল(৮), মিথুন(০), সৌম্য(১৪৯)।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোরঃ৭১৫/৬

জেট রাভাল(১৩২), টম ল্যাথাম(১৬১),কেইন উইলিয়ামসন (২০০),   রস টেলর(৪), হেনরি নিকোলস(৫৩), বি জে ওয়াটলিং(৩১), কলিন ডি গ্র্যান্ডহোম(৭৬),ওয়াগনের(৪৭)।

উইকেট নিয়েছেনঃ মিরাজ  ২/২৪৬, সৌম্য  ২/৬৮, এবাদত ১/১০৭ , মাহমুদউল্লাহ ১/৩। 

টাইগারদের প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোরঃ২৩৪/১০
তামিম(১২৬), সাদমান(২৪), মুমিনুল(১২),  মোহাম্মদ মিথুন(৮),  সৌম্য সরকার(১),মাহমুদউল্লাহ(২২), লিটন দাস (২৯), মিরাজ(১০), রাহী(২),খালেদ(০), এবাদত(০)*।

উইকেট নিয়েছেনঃ ওয়াগনারে ৫/৪৭, বোল্ট ১/৬২, সাউদি ৩/৭৬, গ্র্যান্ডহোম ১/৩৯

টাইগার একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ,আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, খালেদ আহমেদ ও এবাদত হোসেন ও মোহাম্মদ মিথুন।

নিউজিল্যান্ড একাদশঃজেট রাওয়াল, টম ল্যাথাম,কেইন উইলিয়ামসন (অধিনায়ক),  রস টেলর, হেনরি নিকোলস, বি জে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টিড অস্টল, টিম সাউদি,নীল ওয়াগনার,ট্রেন্ট বোল্ট

Bootstrap Image Preview