Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চমক দেখিয়ে সেঞ্চুরি করলেন সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৫:১৮ AM আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৫:১৮ AM

bdmorning Image Preview


হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের দেওয়া ৭১৫ রানের লক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমেছে টাইগাররা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৬৯ রানে ৪ উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছেন সউম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। সকালের শুরুতেই ক্যাপ্টেন মাহমুদউল্লাহকে নিয়ে ক্যারিয়ায়ের পঞ্চম ফিফটি তুলে নেন সৌম্য। 

শুধু ফিফটি করেই থেমে থাকেন না এই বাঁ-হাতি ব্যাটসম্যান। মাহমুদউল্লাহর সাথে শক্ত ভাবে জুটি করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করলেন সৌম্য। 

টাইগারদের দ্বিতীয় ইনিংসের সংক্ষিপ্ত স্কোরঃ
তামিম(৭৪), সাদমান(৩৭), মুমিনুল(৮), মিথুন(০)।


নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোরঃ৭১৫/৬

জেট রাভাল(১৩২), টম ল্যাথাম(১৬১),কেইন উইলিয়ামসন (২০০),   রস টেলর(৪), হেনরি নিকোলস(৫৩), বি জে ওয়াটলিং(৩১), কলিন ডি গ্র্যান্ডহোম(৭৬),ওয়াগনের(৪৭)।

উইকেট নিয়েছেনঃ মিরাজ  ২/২৪৬, সৌম্য  ২/৬৮, এবাদত ১/১০৭ , মাহমুদউল্লাহ ১/৩। 

টাইগারদের প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোরঃ২৩৪/১০
তামিম(১২৬), সাদমান(২৪), মুমিনুল(১২),  মোহাম্মদ মিথুন(৮),  সৌম্য সরকার(১),মাহমুদউল্লাহ(২২), লিটন দাস (২৯), মিরাজ(১০), রাহী(২),খালেদ(০), এবাদত(০)*।

উইকেট নিয়েছেনঃ ওয়াগনারে ৫/৪৭, বোল্ট ১/৬২, সাউদি ৩/৭৬, গ্র্যান্ডহোম ১/৩৯

টাইগার একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ,আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, খালেদ আহমেদ ও এবাদত হোসেন ও মোহাম্মদ মিথুন।

নিউজিল্যান্ড একাদশঃজেট রাওয়াল, টম ল্যাথাম,কেইন উইলিয়ামসন (অধিনায়ক),  রস টেলর, হেনরি নিকোলস, বি জে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টিড অস্টল, টিম সাউদি,নীল ওয়াগনার,ট্রেন্ট বোল্ট

Bootstrap Image Preview