Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার নিয়ে সন্তুষ্ট নন পন্টিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১১:০৩ AM আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১১:০৩ AM

bdmorning Image Preview


অ্যাডিলেড টেস্ট হারলেও পার্থে দ্বিতীয় টেস্টে শক্তিশালী হয়ে ফিরে আসবে অস্ট্রেলিয়া। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বজয়ী অধিনায়ক কিংবদন্তি রিকি পন্টিং। পার্থ টেস্ট শুরুর আগে প্রথম টেস্টের পর্যালোচনা করে দ্বিতীয় টেস্ট নিয়ে আগাম কিছু পূর্বাভাস দিয়ে রাখলেন প্রাক্তন অধিনায়ক।

প্রথম টেস্টে ৩১ রানে হেরে আগামী শুক্রবার পার্থে সম্মুখসমরে নামবে ভারত-অস্ট্রেলিয়া দুই দল। কিন্তু পার্থের পিচকে টিম অস্ট্রেলিয়ার জন্য বেশী সহায়ক বলে মনে করছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭১টি শতরানের মালিক পন্টিং। দ্বিতীয় টেস্ট শুরুর আগে পারথের উইকেট প্রসঙ্গে বলতে গিয়ে পন্টিং জানান, ‘ভারতীয়দের থেকে অস্ট্রেলিয়ানদের জন্য পারথের উইকেট অনেক বেশি সহায়ক হবে। কিন্তু আমাদের ক্রিকেটারদের সেক্ষেত্রে দ্রুত বাউন্স ব্যাক করতে হবে।’ অজি ভূখন্ডে কোহলির নেতৃত্বে ভারতের প্রথম টেস্ট জয় নিয়ে বলতে গিয়ে প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়ক বলেন, ‘এমন নয় যে ভারত নিজেদের সেরা ক্রিকেটটা উপহার দিয়েছে। তবে দুর্বল অস্ট্রেলিয়াকে তারা সব বিভাগে টেক্কা দিয়ে গিয়েছে।’

কিন্তু এই হার থেকেও অস্ট্রেলিয়ার বহু কিছু শিক্ষা নেওয়ার রয়েছে বলেই মত পন্টিংয়ের। অ্যাডিলেড টেস্টে করা ভুলগুলো থেকে শিক্ষা নিলে পারথে অজিরা অনেক ভালো ফল করবে বলেই মনে করেন টেস্ট ক্রিকেটে ১৩,৩৭৮ রানের মালিক। তবে এক্ষেত্রে অজিদের প্রথম একাদশ নির্বাচনে আরও সক্রিয় হতে বলেছেন তিনি।

প্রথম টেস্টে অজিদের দল নির্বাচনে গলদ ছিল কিনা, তা নিয়ে সরাসরি কিছু না বললেও দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডার রদবদলের পক্ষে রায় দিয়েছেন এই প্রাক্তনী। দেশের মাটিতে প্রথম টেস্ট খেলা ওপেনার অ্যারন ফিঞ্চ চূড়ান্ত ব্যর্থ অ্যাডিলেড টেস্টে। প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি এই অজি ওপেনার। দ্বিতীয় ইনিংসে ফিঞ্চের ব্যাট থেকে এসেছে মাত্র ১১। তবে প্রথম টেস্টের ফলাফল দেখে এখনই তাঁকে বাদ দেওয়ার পক্ষপাতী নন পন্টিং। তাঁর মতে, যারা ব্যাটিং অর্ডার নির্ধারণ করেছেন, ফিঞ্চকে ওপেনিংয়ে ব্যবহার করার ভাবনা তাদেরই। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ব্যাটিং অর্ডারে রদবদল এনে উসমানকে ওপেনিংয়ে ব্যবহার করার কথা ভাবতে বলেছেন প্রাক্তন দলনায়ক। এতে উপকৃত হতে পারে দল। তবে ব্যাটিং অর্ডারে রদবদল হলে অনুশীলনেও ব্যাটসম্যানদের সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন পন্টিং।

Bootstrap Image Preview