Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাঙ্গুলী-দ্রাবিড়কে ছুয়েছেন পূজারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview


ডন ব্র্যাডম্যানের ঘরের মাঠে চেতেশ্বর পূজারার ব্যাটে মান বেঁচেছে টিম ইন্ডিয়ার৷ অজি বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে ভারতীয় ইনিংসকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন সৌরাষ্ট্রের এই ডানহাতি ব্যাটসম্যান৷ 

অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর প্রথম সেঞ্চুরি করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৬টি টেস্ট সেঞ্চুরির সঙ্গে একই আসনে পূজারা৷ ১১৩টি টেস্টে ১৬টি সেঞ্চুরি রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের৷ এদিন তা ছুঁয়ে ফেললেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান৷ তবে মাত্র ৬৫টি টেস্টেই সৌরভকে ধরে ফেললেন পূজারা৷ 

দুরন্ত শতরানের পাশাপাশি আরও মাইলস্টোন টপকে যান সৌরাষ্ট্রের এই ডানহাতি ব্যাটসম্যান৷ পেড়িয়ে যান টেস্টে ক্রিকেটে ৫০০০ রানের মাইলস্টোন৷ এক্ষেত্রেও ভারতের আর এক কিংবদন্তি ব্যাটসম্যানের সঙ্গে একই আসনে বসলেন পূজারা৷ রাহুল দ্রাবিড়ের মতো ১০৮টি ইনিংসে পাঁচ হাজার রানের মাইলস্টোন টপকালেন তিনি৷ ভারতীয় হিসেবে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দ্রুততম পাঁচ হাজারের মাইলস্টোন টপকালেন পূজারা৷ তাঁর আগে রয়েছেন সুনীল গাভাসকর (৯৫ ইনিংস), বীরেন্দ্র শেওয়াগ (৯৯ ইনিংস), শচীন টেন্ডুলকর (১০৩ ইনিংস) এবং বিরাট কোহলি (১০৫ ইনিংস)৷

ওভালের পিচ নিয়ে পূজারার বক্তব্য, ‘অনেক সময় টিভিতে যা দেখা যায় তা ঠিক নয়৷ প্রথম সেশনে পিচ থেকে বোলাররা সাহায্য পেয়েছে৷ দ্বিতীয় সেশনে অবশ্য পিচ ব্যাটসম্যান সহায়ক হয়৷ তবে টপ-অর্ডারে আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল৷’

Bootstrap Image Preview