Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮২ বছরের রেকর্ড ভেঙে ইয়াসিরের নতুন কীর্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫ AM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview


৮২ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন পাকিস্তানের ডান-হাতি লেগ-স্পিনার ইয়াসির শাহ। টেস্ট ক্রিকেটে দ্রুততম ২শ’ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। নিজের ৩৩তম ম্যাচে ২শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ৩২ বছরের পাক লেগ-স্পিনার৷ ইয়াসির।

১৯৩৬ সালে অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার ক্লেয়ার গ্রিমেটক ৩৬টি টেস্টে ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছিলেন। যদিও দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড করার পর মাত্র একটি টেস্ট খেলেছিলেন গ্রিমেট৷

দুই বছর আগে গ্রিমেটকের কাছাকাছি পৌছালেও তাকে টপকাতে পারেননি ভারতের রবিচন্দ্রন অশ্বিন৷ ৩৭টি টেস্টে ২০০ উইকেটের মাইলস্টোন পৌছেছিলেন তিনি৷ তাড়পরেই ছিলেন দুই কিংবদন্তি পেসার অস্ট্রেলিয়ার ডেনিস লিলি এবং পাকিস্তানের ওয়াকার ইউনিস টেস্টে ২০০ উইকেট নিয়েছিলেন ৩৮টি টেস্টে৷ এছাড়া প্রোটিয়া ডানহাতি পেসার ডেল স্টেইন এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ৩৯টি টেস্টে৷ তবে শেষমেশ রেকর্ডটি নিজের করে নিলেন ইয়াসির শাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে আবু ধাবি টেস্ট খেলতে নামার আগে ইয়াসিরের উইকেট সংখ্যা ছিলো ১৯৫টি। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রানে ৩ উইকেট নেন ইয়াসির।

এরপর দ্বিতীয় ইনিংসে ম্যাচের তৃতীয় দিন ১ উইকেট নিয়ে ২শতম শিকারের দ্বারপ্রান্তে পৌঁছেন ইয়াসির। ম্যাচের চতুর্থ দিন সকালে আজ নিউজিল্যান্ডের উইলিয়াম সমারভিলকে শিকার করে টেস্ট ক্যারিয়ারে ২শ’ উইকেট পূর্ণ করেন ইয়াসির। গড়েন বিশ্বরেকর্ড।

নিউজিল্যান্ডের চলতি সিরিজে প্রথম দু’টি টেস্টে ২২টি উইকেটে নজর কাড়েন ইয়াসির৷ শুধু তাই নয়, একই দিনে ১০টি উইকেট নজির গড়েছিলেন ইয়াসির৷ বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে অর্থাৎ অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে এক দিনে ১০টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে ইয়াসিরের৷ 

প্রথম ইনিংসে ২৭৪ রানে গুটিয়ে যায়। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৪৮ রান তোলে। তবে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ফিরেছে নিউজিল্যান্ড। তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে চার উইকেট হারিযয়ে ২৭২ রান তুলে৷

আগামীকাল শুক্রবার  ১৩৯ রানের অপরাজিত উইলয়ামসন ও হেনরি নিকোলস৷ ৯০ রানে নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করবেন।  তিন ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে।

Bootstrap Image Preview