Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্দান্ত সেঞ্চুরির পর ছক্কা মেরে বল হারালেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৫০ PM আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


দীর্ঘ দিন পর ইনজুরি সেরে দলে ফিরেছেন টাইগার দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। দলে ফিরেই চমক দেখালেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। ১৩ চার ও  ৪ ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন।

তিন ম্যাচের ওয়ানডে  সিরিজের এক মাত্র প্রস্তুতি ম্যাচে আজ বিকেএসপির৩ নম্বর মাঠে ক্যারিবিয়ানদের মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৩৩১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

৩৩২ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দাপটে খেলতে থাকেন তামিম। ক্যারিবিয়ান বোলারদের পাত্তা না দিয়ে একের পর এক চার ছক্কা হাঁকাতে থাকেন। প্রস্তুতি ম্যাচে তামিম খেলবেন সেটা দুদিন আগেই টাইগার ক্রিকেটপ্রেমীরা জেনে ছিলেন। তাই  বিকেএসপির ছোট্ট মাঠের চার পাশে যেন  দর্শকদের উপচে পড়া ভিড়। 

তাই ভক্তদের ভালোবাসায় সিক্ত তামিম ব্যাটিংও করলেন অসাধারণ । মাত্র ৭০ বল খেলে করলেন সেঞ্চুরি। সেঞ্চুরি র পরেই আরো ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। ঝড়ের বেগে ব্যাট চালাতে থাকেন। তাঁর ৭৭ বলের ইনিংসের শেষ ছক্কা হাঁকিয়ে বল হারিয়ে ফেলেন। বিকেএসপির পাশের ছোট বনের মধ্যে বল পাটিয়ে দেন।এতো বড় ছয় এই ম্যাচে তামিমই মারলেন। তবে ছক্কা মারার পরের বলেই স্ট্যাম্পিং আউটের ফাঁদে পড়েন তিনি। ৭৩ বল খেলে করেন ১০৭ রান।   


 

Bootstrap Image Preview