Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুর টেস্টেও থাকছেন না তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১০:২৬ AM আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১০:২৭ AM

bdmorning Image Preview


৩০ নভেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে সিরিজের শেষ টেস্টে। এই টেস্টে তামিম ইকবালেরে ফেরার জোর সম্ভাবনা ছিল।চট্টগ্রাম টেস্টের পর সংবাদ সম্মেলন সে আশার কথাও শুনিয়ে ছিলেন অধিনায়ক সাকিব। তবে সেই আশার আলো এখন অনেকটাই নিভে গেছে।

আঙুলের চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেরার অনুশীলনে নতুন করে সাইড স্ট্রেইনের চোট পেয়েছিলেন তামিম। এরপর মিরপুর টেস্টে লক্ষ্য নির্ধারণ করে কয়েকদিন বিশ্রামের পর আবারও ব্যাট হাতে নেন তামিম।মিরপুর টেস্টে ফেরার সম্ভাব্যতা দেখতেই রোববার সন্ধ্যায় একটি স্ক্যান করানো হয় তামিমের। সেটির রিপোর্ট জানিয়েছে, বাঁহাতি ওপেনারকে নিয়ে শঙ্কা কাটেনি এখনও। বোর্ডের নানা সূত্র থেকে জানা গেছে, চোটের জায়গায় এখনও খানিকটা তরল জমা হয়ে আছে। ভেতরে ফুলেও আছে খানিকটা। তাই বিসিবির মেডিকেল বিভাগ তামিমকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে বললেন, ‘ব্যাপারটি (তামিমের ফেরা) নির্ভর করছে তামিম নিজে ও টিম ম্যানেজমেন্টের উপর। তামিম গতকালও ব্যাটিং করেছে। তবে ব্যথাটা রয়ে গেছে। তখন আমরা বলেছি বিশ্রাম নিতে।’

তামিম বিহীন বাংলাদেশের ওপেনিং যে কতটা নড়বড়ে তা বলার অপেক্ষা রাখে না। সবদিক বিবেচনায় করে হয়তো ঢাকা টেস্টে অভিষেক হয়ে যেতে পারে ওপেনার সাদমানের। বাদ পড়তে পারেন ইমরুল। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্টেও রান খরায় ভুগেছেন তিনি। আর দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়ার জন্য সৌম্য আরো একটা সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই মিরপুর টেস্টে ওপেন করতে পারেন সৌম্য-সাদমান। সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। 

Bootstrap Image Preview