Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৭ বলে ইয়াসিরের ৭ উইকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:৪৯ AM আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:৫৩ AM

bdmorning Image Preview


ইয়াসির শাহের গুগলিতে টেস্টের তৃতীয় দিনেই কিউয়িদের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে পাকিস্তান৷ পাক লেগ-স্পিনারের সামনে অসহায় আত্মসমর্পণ নিউজিল্যান্ড ব্যাটসম্যান৷ কিউয়ি ইনিংসের আট উইকেট তুলে নিয়ে তাঁর পূর্বসুরি আবদ্দুল কাদিরকে মনে করালেন ইয়াসির৷ শেষ ২৭টি বলেই তিনি নিয়েছেন ৭ টি উইকেট।

দুবাই পাকিস্তানের পাঁচ উইকেটে ৪১৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৯০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড৷ মাত্র ৪১ রান খরচ করে একাই ৮টি উইকেট তুলে নেন ইয়াসির৷ ফলো-অন করে সোমবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দু’ উইকেটে ১৩২ রান তুলেছে নিউজিল্যান্ড৷ দ্বিতীয় ইনিংসে দু’টি উইকেটই পেয়েছেন পাক লেগ-স্পিনার৷ ম্যাচে ইতিমধ্যেই ১০ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন ইয়াসির৷ এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারে এটাই সেরা বোলিং পাক লেগ-স্পিনারের৷ সবশেষ একদিনে ১০ উইকেট নিয়েছিলেন ভারতের অনিল কুম্বলে, ১৯৯৯ সালে।

একদিনে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডও ইংল্যান্ডেরই আরেক বোলার জনি ব্রিগসের। বাঁহাতি এই স্পিনার ১৮৮৯ সালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে নিয়েছিলেন ১৫ উইকেট। ইংল্যান্ডের হেডলি ভেরিটির ১৪, জনি ব্রিগসের ১২ ও ভারতের ভিনু মানকড়ের একদিনে ১১ উইকেট নেওয়ার কীর্তি আছে।

সাত ও আটের দশকে কিংবদন্তি পাক লেগ-স্পিনার কাদিরের কথা এদিন মনে করালেন ইয়াসির৷ ঘটনাচক্রে ১৯৮৭-র নভেম্বরেই কেরিয়ারের সেরা বোলিং করেছিলেন কাদির৷ লাহোর টেস্টে ২৫ নভেম্বর মাত্র ৫৬ রান দিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৯টি উইকেট তুলে নিয়েছিলেন কিংবদন্তি পাক লেগ-স্পিনার৷ দ্বিতীয় ইনিংসেও কাদিরের ঝুলিতে ছিল চার উইকেট৷ তাঁর গুগলিতে সেদিন দিশেহারা হয়েছিলেন ইংরেজ ব্যাটসম্যানরা৷ ইনিংস ও ৮৭ রানে টেস্ট জিতেছিল পাকিস্তান৷

সোমবার অর্থাৎ ২৬ নভেম্বর ইয়াসিরের গুগলিতে দিশেহারা হয়ে পড়েন কিউয়ি ব্যাটসম্যানরা৷ তৃতীয় দিনের শেষে ১৯৭ রানে পিছিয়ে নিউজিল্যান্ড৷ ম্যাচ বাঁচাতে কঠিন লড়াই করতে হবে কিউয়ি ব্যাটসম্যানদের৷ আর মাত্র ৮ উইকেট তুলে নিতে পারলে সিরিজে সমতা ফেরাবে পাকিস্তান৷ আবু ধাবিতে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড৷

সোমবারই ১০টি উইকেট তুলে নেন ইয়াসির৷ একই দিনে ১০টি নিয়ে প্রথম পাক হিসেবে রেকর্ড গড়লেন ৩২ বছরের পাক লেগ-স্পিনার৷ কেরিয়ারের সেরা পারফরম্যান্সের পর ইয়াসির বলেন, ‘মাঠে নামার পরই মনে হয়েছিল এই ম্যাচে আমি ১০ উইকেট নিতে পারি৷ কিন্তু ভাবিনি একই দিনে সেটা হবে৷ গত মাসেই চোট সারিয়ে দলে ফেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছন্দ পেতে একটু সমস্যা হয়েছিল৷ কিন্তু আজ সাফল্য পেয়ে দারুণ খুশি৷’ এর আগে ইয়াসিরের এক ইনিংসে সেরা বোলিং ছিল ৭৬ রানে ৭ উইকেট৷ ২০১৫ গল টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই পারফরম্যান্স করেছিলেন পাক লেগ-স্পিনার৷

Bootstrap Image Preview