Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাটদের হারানোর জন্য অজি দলের পরামর্শ দাতা হচ্ছেন স্মিথ-ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:১৭ PM আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:১৭ PM

bdmorning Image Preview


 

বল টেম্পারিং-এর দায়ে নিষিদ্ধ থাকার পরেও ঘরের মাঠে সফরকারী ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নেটে দেখা যাবে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে।তবে খেলা করতে নয়। স্বাগতিক খেলোয়াড়দের টিপস দিতেই দলের প্রস্তুতিতে থাকবেন স্মিথ-ওয়ার্নার।

রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া শেষ টি-২০ ম্যাচ খেলতে নামার আগে ইনডোরে টেস্ট দলের সদস্যদের অনুশীলনে হাজির ছিলেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মঙ্গলবার থেকে টেস্ট দলের অনুশীলনে যোগ দিবেন স্মিথও।
নিষিদ্ধ হয়েও টেস্ট দলের নেটে স্মিথ-ওয়ার্নারদের উপস্থিতির কথা চিস্তা করে উচ্ছসিত অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। দলের বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক বলেন, ‘ব্যাটসম্যানের দৃষ্টিভঙ্গি থেকে তারা আমাদের উপদেশ দেবন । কোন জায়গায় ঠিক বা ভুল হচ্ছে। স্মিথ-ওয়ার্নারের মতো খেলোয়াড়দের চেয়ে ভাল বিশ্লেষণ আর কে করতে পারবে?’

অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকেই নেটে আসার প্রস্তাব দেয়া হয় স্মিথ-ওয়ার্নারকে। প্রস্তাব পেয়ে কোন চিন্তাই করেননি তারা। একবারেই রাজি হয়ে যান স্মিথ-ওয়ার্নার। এ ব্যাপারে স্টার্ক বলেন, ‘নেটে উপস্থিত থাকতে আমাদের প্রস্তাব পেয়ে তারা ভীষণ খুশি । স্মিথকে আমাদের নেটে পেলে সেটা হবে দারুণ ব্যাপার। আমরা কেমন বোলিং করছি, সে ব্যাপারে তাদের মতামত নেওয়া খুবই জরুরি।’

 

Bootstrap Image Preview