Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সাকিবের প্রতি আমার শ্রদ্ধা জানানো উচিৎ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৩:৪৩ PM আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম টেস্টের আগের দিনও অনিশ্চিত ছিল সাাকিব আল হাসানের খেলা। নিয়ে পাঁচ দিনের টেস্ট খেলা নিজের ফিটনেস নিয়ে সাকিবে নিজেই নিশ্চিত হয়ে পারছিলেন না। কিন্তু ম্যাচের দিনই সব সংশয় কাটিয়ে মাঠে নামলেন সাকিব। শুধু মাঠেই নামলেন না দলকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতালেন। বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৫ উইকেট আর ব্যাট হাতে করেছেন ৩৪ রান। ইনজুরি থেকে ফিরেই সাকিবের এমন পারফরম্যান্সে রীতিমত মুগ্ধ করেছে হেড কোচ স্টিভ রোডসকে।

দুই দিনে আগেই চট্টগ্রাম টেস্ট শেষ হওয়ার ক্রিকেটারা আগেই ঢাকায় চলে এসেছেন। ম্যাচ শেষে হলে সাকিব সাংবাদিকদের সঙ্গে কথা বললেও আড়ালেই ছিলেন রোডস। তবে রোববার ম্যাচের পরদিন চট্টগ্রামের র‍্যাডিসনে টিম হোটেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রোডস। জানালেন সাকিব ও তার দলের ক্রিকেটারদের প্রতি তার মুগ্ধতার কথা।

রোডস বলেন, ‘আমার মনে হয় চট্টগ্রাম টেস্ট নিয়ে কথা বলা শুরুর আগে সাকিবের প্রতি আমার শ্রদ্ধা জানানো উচিৎ। সে যা করেছে তা সত্যিই অসাধারণ। ম্যাচের আগে সে মাত্র দুই-তিন সেশন নেটে ব্যাটিং করেছে। আপনারাও হয়তো খেয়াল করেছেন শারীরিকভাবে সে তার সেরা জায়গায় ছিলো না। এমনকি মানসিকভাবেও শতভাগ ছিল না সে। তবু মাঠে অধিনায়ক হিসেবে দুর্দান্ত ছিল সে। সে আবারও এমনটা করে দেখালো, বাংলাদেশের জন্য, পুরো জাতির জন্য।’

এসময় ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য সাকিবের যে তীব্র তাড়না ছিল সেটিও জানান রোডস। তিনি বলেন, ‘সাকিব ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চেয়েছিল। সে দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। ট্যাকটিক্যালি সে অনেক উপরে এবং ম্যাচেও এর প্রমাণ রেখেছে। এটা পরের ম্যাচে তাকে সাহায্য করবে। এছাড়া ঢাকা টেস্টের আগে সে আরও বেশি প্রস্তুত হয়ে যাবে। ম্যাচে সে কিছুক্ষণ কাটিয়েছে উইকেটে, বল হাতেও কয়েকওভার হাত ঘুরিয়েছে। সে তার মস্তিষ্ক ব্যবহারে পটু। তবে আমাদের ভোলা উচিৎ না সে খেলে দারুণ কাজ করেছে। কারণ সে চাইলেই বলতে পারত যে আমি প্রস্তুত না। তা না করে সে খেলেছে এবং এটা খুবই ভালো ছিল।’

Bootstrap Image Preview