Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টিতে কোহলির বিশ্বরেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০১:১৯ PM আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০১:১৯ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়া সফরে রেকর্ড গড়া শুরু বিরাট কোহলির৷ সবে মাত্র তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ হয়েছে৷ তাতেই অনন্য এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন ভারত অধিনায়ক৷

ব্রিসবেনে মাত্র ৪ রান করে আউট হন কোহলি৷ মেলবোর্নে বৃষ্টির জন্য ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হওয়ায় ব্যাট করার সুযোগ পাননি তিনি৷ সিডনিতে বিরাটের ৪১ বলে ৬১ রানের দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ এসসিজি’র এই হাফসেঞ্চুরিই কোহলিকে বসিয়ে দিয়েছে অনবদ্য এক ব্যাটিং রেকর্ডের শীর্ষে৷

সিডনির ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির টি-২০ রান দাঁড়ায় ১৪ ম্যাচে ৪৮৮৷ কোনও একটি প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে কোনও একজন ক্রিকেটারের করা সর্বোচ্চ টি-২০ রানের বিশ্বরেকর্ড এটি৷ এই নিরিখে কোহলি ভেঙে দেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল রেকর্ড৷ কিউয়ি তারকা পাকিস্তানের বিরুদ্ধে ১৫ ম্যাচে ৪৬৩ রান করেছেন৷ এতদিন এটিই ছিল বিশ্বরেকর্ড৷

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি বিরাটের ১৯ তম হাফসেঞ্চুরি, ভারতীয় ব্যাটসম্যান হিসাবে যা যুগ্মভাবে সর্বোচ্চ৷ কোহলি ছুঁয়ে ফেলেন সতীর্থ ওপেনার রোহিত শর্মাকে৷ ইন্টারন্যাশনাল টি-২০ ক্রিকেটে রোহিতের ঝুলিতেও রয়েছে ১৯টি অর্ধশতরান৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে এই নিয়ে পাঁচটি হাফসেঞ্চুরি করলেন কোহলি, যা কোনও প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে কোনও ক্রিকেটারের করা যুগ্ম সর্বাধিক রেকর্ড৷ শ্রীলঙ্কার কুশল পেরেরা বাংলাদেশের বিরুদ্ধে টি-২০তে পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন৷ অবশ্য রান তাড়া করতে নেমে ১৩টি হাফসেঞ্চুরিরি নিরিখে কোহলি বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে৷

Bootstrap Image Preview