Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুরেও চার স্পিনার খেলানোর ইঙ্গিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১২:৪৪ PM আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১২:৪৪ PM

bdmorning Image Preview


ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে দূর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। টেস্ট জয়ে মুখ্য ভূমিকায় ছিলেন চার স্পিনার। সেই ধারাবাহিকতায় মিরপুর টেস্টেও চার স্পিনার নিয়ে পরিকল্পনা সাজানোর ইঙ্গিত দিয়েছেন হেড কোচ স্টিভ রোডস।

স্পিনারদের দাপটে চট্টগ্রাম টেস্টে আড়াই দিনে জয় পেয়েছে বাংলাদেশ দল। দুই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সবকটি উইকেটই নিয়েছে স্পিনাররা। তাইজুল ও মিরাজের সঙ্গে পাল্লা দিয়ে উইকেট নিয়েছেন অভিষিক্ত স্পিনার নাইম হাসান। তাই তো টাইগারদের সামনে দাড়াতেই পাড়েনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।

ঘরের মাটিতে এভাবে স্পিনারদের বাড়তে সুবিধা দিয়ে একাদশে চার স্পিনার খেলানোকে কেউ কেউ আবার বাকা চোখে দেখছেন। তাদের উদ্দেশ্যে  রোডস টেনে এনেছেন ক্যারিবিয়ানদের উদাহরণ। তিনি বলেছেন, ‘ইতিহাস বলে টেস্টে বেশিরভাগ সময় দুই স্পিনার, তিন পেসার আর এক অল রাউন্ডার নিয়ে খেলা হয়ে আসছে। কিন্তু যখন ওয়েস্ট ইন্ডিজ চার পেসার এবং কোন স্পিনার ছাড়া নামত সেটা ছিল তাদের কৌশল। যদি আমরা মনে করি চার স্পিনারই ঠিক আছে, এটাই আমাদের কৌশল তাহলে সেটাই আমাদের অনুসরণ করা উচিত।’

মিরপুর টেস্টকে সামনে রেখে রবিবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছে বাংলাদেশ দল। আজ ওয়েস্ট ইন্ডিজ দল কাল চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবে। এর পর থেকেই শুরু হয়ে যাবে দুই দলের প্রস্তুতি। মিরপুর টেস্টে যদি চার জন স্পিনারই খেলেন তাহলে একাদশে উদ্ধোধনী জুটিতে ছাড়া আর তেমন কোনো পরিবর্তনের সুযোগ থাকছে না।৩০ নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। 

Bootstrap Image Preview