Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএল নিলাম প্রক্রিয়ায় আসছে পরিবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১০:৩১ AM আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


সচরাচর সকাল ১০টায় শুরু হয় দু’দিন ব্যাপী আইপিএল নিলাম৷ আর সেটি বাংলাদেশ সময় অনুসারে সাড়ে ১০ টায় শুরু হয়। একাদশ মৌসুম পর্যন্ত তেমনটাই হয়ে এসেছে৷এবার চেনা ছকে আমূল বদল আনতে চলেছে বিসিসিআই৷ মূলত ব্রডকাস্টারদের ইচ্ছাতেই আইপিএলের গভর্নিং কাউন্সিল নিলামের সূচি নির্ধারণের সময় এমন রদবদলের সিদ্ধান্ত নেয়৷ তার আগে অবশ্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনায় আটটি দলের সম্মতি আদায় করেছে বিসিসিআই৷

আগামী ১৮ ডিসেম্বর ভারতের জয়পুরে বসবে দ্বাদশ আইপিএলের ক্রিকেটার কেনা-বেচার আসর৷ তাতে প্রথম উল্লেখযোগ্য পরিবর্তন হল, এবার একদিনে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম৷ দ্বিতীয়ত, সকাল দশটার পরিবর্তে এবার নিলাম শুরু হবে দুপুর তিনটায়৷ চলবে রাত সাড়ে ন’টা পর্যন্ত৷ সে অনুসারে বাংলাদেশে শুরু হবে দুপুর সাড়ে ৩ টায় আর শেষ হবে রাত ১০ টায়।

দ্বিতীয় বদলটি বিশেষ তাৎপর্যপূর্ণ দু’টি কারণে৷ ১৮ ডিসেম্বর পার্থে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা চলবে৷ ম্যাচ চলাকালীন আইপিএল নিলাম চললে সংশ্লিষ্ট চ্যানেলের দর্শক সংখ্যা কমতে বাধ্য৷ তাই ম্যাচ শেষ হওয়ার পর নিলাম শুরু করতে চায় স্টার্স স্পোর্টস৷ তাছাড়া সকালের ব্যস্ত সময়ে নিলাম হলে, তাতে চোখ রাখার বিশেষ সময় পাননা কেউই৷ দুপুরের পর এবং সন্ধ্যার প্রাইম টাইমে নিলাম হলে টেলিভিশনের টিআরপি বাড়বে নিশ্চিত৷ বোর্ড একদিনেই নিলাম পর্ব চুকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সম্প্রচারকারী সংস্থার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছে এক্ষেত্রে৷

নিলামের দিনক্ষণ নির্ধারিত হলেও দ্বাদশ আইপিএলের সূচি ও ভেন্যু এখনও স্থির করা হয়নি৷ লোকসভা ভোটের সঙ্গে আইপিএল মৌসুমের সংঘাত বাধতে পারে ভেবেই ভোটের দিন-ক্ষণ ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় বোর্ড৷ এর আগেও দু’বার লোকসভা ভোটের জন্য আইপিএল সরে গিয়েছে ভারত থেকে৷ এবার তেমনটা হলে সংযুক্ত আরব আমীরশাহীতে পুনরায় অনুষ্ঠিত হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷

Bootstrap Image Preview