Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্পিন কোচ যোশীর মেয়াদ বাড়লো বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:২৯ AM আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:২৯ AM

bdmorning Image Preview


গত বছর অগস্ট থেকে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল যোশী। আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তির মেয়াদ বাড়ালো বিসিবি। অথাৎ বিশ্বকাপে স্পিন পরামর্শদাতা হিসেবে বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে তাকে।

মিরাজ-তাইজুলদের সাম্প্রতিক পারফরম্যান্স নজর কেড়েছে বিসিবির। সেজন্যই ভারতের সাবেক এই স্পিানরারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে  ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ান ডে বিশ্বকাপে দলের সঙ্গে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিবিসি।

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারে ১৫টি টেস্ট ও ৬৯টি ওয়ান ডে খেলেছেন যোশী৷ ৪১টি টেস্ট ও ৬৯টি ওয়ান ডে উইকেট রয়েছে তাঁর ঝুলিতে৷ এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে যোশীর বিপুল অভিজ্ঞতা রয়েছে৷ ১৬০টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৬১৫টি উইকেট নিয়েছেন তিনি৷ ১৬৩টি লিস্ট-এ ম্যাচে দখল করেছেন ১৯২টি উইকেট৷ কেরিয়ারে ঘরোয়া টি-২০ খেলেছেন ১৫টি৷ উইকেট নিয়েছেন ১৩টি৷

চুক্তির মেয়াদ বাড়ার পর যোশী বলেন, ‘এটা আমার কাছে একটা দারুণ সুযোগ৷ আমার উপর আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ৷ দলের মধ্যে একটা ইতিবাচক মানসিকতা তৈরি হয়েছে৷ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ জয়, এশিয়া কাপের ফাইনালে ওঠা এবং খেতাবি লড়াইয়ে ভারতের কাছে অল্পের জন্য পরাজিত হওয়া সব মিলিয়ে ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে, সাদা এথবা লাল, যে কোনও বলের ক্রিকেটেই বড় দলগুলোর সঙ্গে টক্কর দিতে পারে তারা৷ এই আত্মবিশ্বাসটাই বড় পাওনা৷ ক্রিকেটারদের এই আত্মবিশ্বাসটাই আমাকে আরও ভালো কিছু দেখার বিষয়ে আশাবাদী করে৷’

 

Bootstrap Image Preview