Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের মান বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৫৫ PM আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৫৭ PM

bdmorning Image Preview


প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জয় এবং দ্বিতীয় টি-২০টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অসিরা। তৃতীয় ম্যাচ জিতলে কিংবা পরিত্যক্ত হলেও সিরিজ জিতে নেবে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্য নিয়ে আজ সিডনিতে মুখোমখি হয়েছে দুই দল। এই ম্যাচে অস্ট্রেলিয়া টসে জীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে।

জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ৪ রানে জয় পায় অসিরা। ১৭ ওভারের ম্যাচে ৪ উইকেটে ১৫৮ রান করে অস্ট্রেলিয়া। তবে বৃষ্টি আইনে ১৭ ওভারে ১৭৪ রানের লক্ষ্য পায় ভারত। সেই লক্ষ্য স্পর্শ করতে পারেনি টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ১৬৯ রান করে ভারত। ম্যাচে অস্ট্রেলিয়ার চাইতে বেশি রান করেও বৃষ্টি আইনের মারপ্যাচে পড়ে হার মানতে হয় ভারতকে। ফলে সিরিজে ১-০ লিড নেয় অস্ট্রেলিয়া।

সিরিজে পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস হারায়নি ভারত। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে ফেলে টিম ইন্ডিয়া। টস হেরে ব্যাটিং-এ নামা অস্ট্রেলিয়ার ৭৪ রানের মধ্যে ৬ উইকেট শিকার করে ফেলে ভারতের বোলাররা। তবে শেষ দিকে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১৯ ওভারে ৭ উইকেটে ১৩২ রান তুলে অস্ট্রেলিয়া। এরপরই বৃষ্টির কারনে বন্ধ হয়ে খেলা। পরবর্তীতে ম্যাচটি পরিত্যক্তও হয়।

অস্ট্রেলিয়া দল:

 অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডি আর্সি শর্ট, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়েনস, বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা

ভারতীয় দল:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্থ (উইকেট), দিনেশ কার্তিক, ক্রুনাল পান্ডে, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খালিল আহমেদ।

Bootstrap Image Preview