Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের টানা ১১টি সিরিজ জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৪৩ PM আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM

bdmorning Image Preview


 

গতকাল দুইবাতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান।এই জয়ের সাথে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা এগারটি সিরিজ জিতলো সরফরাজরা। এরমধ্যে ৯টি দ্বিপক্ষীয় ও ২টি ত্রিদেশীয় সিরিজ।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো কিউইদের। ৩৫ বল মোকাবেলা করে উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার কলিন মুনরো ও গ্লেন ফিলিপস। এরমধ্যে মাত্র ৪ রান অবদান ছিলো ফিলিপসের। তবে ৪টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৪৪ রানের মারমুখী ইনিংস খেলে ফিরেন মুনরো।

এরপর কলিন গ্র্যান্ডহোম ৪ ও রস টেইলর ৩ রানে আউট হলেও, নিউজিল্যান্ডের রানের চাকা ঘুড়েছে অধিনায়ক কেন উইলিয়ামসন ও কোরি এন্ডারসনের দৃঢ়তায়। ৩৪ বলে ৩৭ রান করে উইলিয়ামসন থেমে গেলেও ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেছেন এন্ডারসন। তার ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৪ রানে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ২০ রানে ৩ উইকেট শিকার করেন।

জবাবে ৪০ রানের শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও বাবর আজম। ব্যক্তিগত ২৪ রানে জামান ফিরে গেলেও ৪০ রানের ইনিংস খেলেন বাবর। দলীয় ৯৬ রানে বাবর ফিরে যাবার পর পাকিস্তানের জয়ের পথ সহজ করেছেন আসিফ আলী ও মোহাম্মদ হাফিজ। আসিফের ৩৮, হাফিজের অপরাজিত ৩৪ ও শোয়েব মালিকের ১০ রানে ২ বল বাকী রেখে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান।

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টি-২০ সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে দু’দল।

Bootstrap Image Preview