Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাস্ক পর মাঠে নামলো দলের সবাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৩৩ PM আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৩৩ PM

bdmorning Image Preview


বায়ু দূষণের বৃত্তে থেকে দিল্লি যে বের হতে পারছে না এটা নতুন কিছু নয়।কিন্তু দিনে দিনে এই দূষনের মাত্র আরো বেড়েই যাচ্ছে। যার লাগাম খুজে পাচ্ছে না কেউ।শহরজুড়ে দূষণ নিয়ে সচেনতা ছড়ানোরও অনেক চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু লাভ কিছুই হচ্ছে না। উল্টে দূষণ ঘিরে দিল্লির অবস্থা আরও যেন খারাপ হয়ে যাচ্ছে।

এমন অবস্থায় কার্নাল সিং স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে মুম্বইয়ের রনজি ম্যাচ ছিল। দ্বিতীয় সেশনে মুম্বইয়ের সিদ্ধেশ লাড মাস্ক পরে ব্যাট করতে নামলেন। একে তো এমন দূষিত পরিবেশ। সেখানে দিল্লির এমন আবহাওয়ায় কেন খেলা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দিল্লির এমন পরিস্থিতির জন্য গৌতম গম্ভীর কিন্তু আম আদমি পার্টির সরকারকে দোষারোপ করতে শুরু করেছেন। গতকালই আপ সরকারকে ব্যঙ্গ করে টুইট করেছিলেন গম্ভীর। তার পর আজ সিদ্ধেশের মাস্ক পরে খেলতে নামায় পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়াল। আপাতত দিল্লির দূষণমুক্ত হওয়ার ব্যাপারে কোনও পূর্বাভাস নেই। ফলে দিল্লি-এনসিআর থেকে রনজি ম্যাচ সরানোর ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর চাপ বাড়ছে।

Bootstrap Image Preview