Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়া সফরে বিরাটদের যে খাবার নিষিদ্ধ করা হলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৭:২৮ PM আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৭:২৮ PM

bdmorning Image Preview


চলতি মাসের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল৷ সেখানে ভারতীয় ক্রিকেটারদের মেনুতে বিফ রাখা যাবে না বলে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল বিসিসিআই৷

ভারতীয় বোর্ড সুত্রের খবর, অনেক ক্রিকেটারই অস্ট্রেলিয়ার খারাপ নিয়ে অভিযোগ করে থাকে৷ কারণ ভারতীয় দলের অনেক ক্রিকেটারই ভেজেটিরিয়ান৷ এর আগে অস্ট্রেলিয়া সফরে চিজ-বার্গার নিয়ে ভারতীয় দলের অনেক ক্রিকেটারই তাদের অসুবিধার কথা জানিয়েছিল৷

এবার সেটা হবে বলেই বিসিসিআই-এর তরফে আশ্বাস দেওয়া হয়েছে৷ তাছাড়াও বিরাটদের খাবারে রেড মিটও কম পরিমাণে থাকবে বলেও ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়৷’

উল্লেখ্য, চলতি বছরে ইংল্যান্ড সফরে বিরাট কোহলিদের মেনুতে ছিল গরুর মাংস থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল৷ লর্ডস টেস্টে ভারতীয় ক্রিকেটারদের লাঞ্চের মেনুতে বিফ পাস্তা৷ অস্ট্রেলিয়াতেও এই জিনিস চাইছে না বিসিসিআই৷

Bootstrap Image Preview