Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কার নেতৃত্ব প্রধান কোচকে মুগ্ধ করেছে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৬:৪১ PM আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি কিন্তু টেস্টে সিরিজে সাকিব বিশ্রামে থাকায় টাইগারদের নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত জানুয়ারিতে টাইগার দলের দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ স্টিভ রোডস।দায়িত্ব নেওয়ার পর থেকে এই তিন ক্রিকেটারের সঙ্গে কাজ করে যাচ্ছেন।তিনজনই তাকে মুগ্ধ করেছেন।তাই এই তিন অধিনায়কের নেতৃত্ব নিয়ে কথা বললেন রোডস।

বৃহস্পতিবার সিলেটে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোডস সাকিবকে নিয়ে বললেন, 'এখনও পর্যন্ত যা মনে হয়েছে, একসঙ্গে কাজ করার জন্য সাকিব দুর্দান্ত অধিনায়ক। আগে অনেক অধিনায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। সাকিব এখনও পর্যন্ত আমার দেখা সেরা ট্যাকটিকাল অধিনায়ক। ওর দারুণ কিছু শক্তির দিক আছে। আমিও ওর কাছ থেকে শিখি।'

মাশরাফির প্রসঙ্গে রোডস বলেন, 'ম্যাশ অসাধারণ একজন মানুষ। সাকিবের চেয়ে ও আলাদা, অনেক প্যাশন ও গর্ব নিয়ে খেলে সে। এমন নয় যে সাকিব তা করে না, তবে ম্যাশ বেশি ফুটিয়ে তুলতে পারে। দলের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে সে এবং সবার কাছ থেকে সেরাটা বের করে আনে। সে একজন যোদ্ধা, দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে দলকে। ওর সঙ্গে কাজ করতে উপভোগ করি আমি।'

আগামী শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার দলের নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ তাঁর প্রসজ্ঞে  নিয়ে রোডস বলেন, 'এখন রিয়াদ আমার জন্য নতুন অধিনায়ক। প্রাথমিক অভিজ্ঞতা দারুণ। এর মাঝেই দল পরিচালনা এবং অন্যান্য ভাবনা নিয়ে ছোট্ট একটি মিটিং হয়েছে ওর সঙ্গে। আশা করি নির্বাচকেরা সেই পথেই এগোবে। তবে সবকিছুই দ্রুত হয়েছে। আমার মনে হলো, বাহ, ভালো তো! আজকে রিয়াদ, আমার ও অ্যানালিস্টের আরেকটি মিটিং আছে।

Bootstrap Image Preview