Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেট টেস্টে লর্ডসের মতো শুরুতে ঘন্টা বাজানো হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৩:১৫ PM আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৩:১৫ PM

bdmorning Image Preview


আগামী ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এ ম্যাচের মধ্য দিয়েই নয়নাভিরাম এই মাঠে অভিষেক হচ্ছে টেস্ট ক্রিকেটের।

অভিষেক টেস্টটি স্মরণীয় করে রাখতে কিছু বিশেষ উদ্যোগের কথাও জানিয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বলেছেন, সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। প্রচার-প্রচারণা ও সার্বিক আইনশৃংখলা প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগাবো।

‘বিশেষ কয়েন’ দিয়ে হবে টস : যেহেতু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রথম টেস্ট ম্যাচ আয়োজন হতে যাচ্ছে তাই বিশেষ কয়েনে টস করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক নাদেল। কয়েনের দুই পাশে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের লোগো ব্যবহার করা হবে। এছাড়া জিম্বাবুয়ে দলের অধিনায়ক ও কোচকে সিলেটের ঐতিহ্যখচিত ক্রেস্ট উপহার দেওয়া হতে হবে।

বিশেষ আকর্ষণ গ্রিণ গ্যালারি: স্টেডিয়ামটির একপ্রান্তে আছে গ্রিণ গ্যালারি। টিলায় স্তরে স্তরে সিঁড়ির মতো করে সাজানো গ্যালারিতে সবুজ ঘাসের উপর বসে খেলা উপভোগ করার সুযোগ বাংলাদেশে শুধু এই মাঠেই রয়েছে।

তবে এগুলো ছাড়াও দিনটিকে স্বরনীয় করে রাখতে নতুন এক উদ্দ্যেগ নেওয়া হয়েছে। সিলেটে শনিবার সকালে ম্যাচ শুরু হওয়ার ৫ মিনিট আগে ঘন্টা বাজানো হবে। ক্রিকটের জন্মভূমি লর্ডসে টেস্ট ম্যচ শুরুর আগে ঘন্টা বাজানোর প্রথা আছে। যেটা ‘দ্য ফাইভ মিনিটস বেল’ নামে পরিচিত। ২০০৭ সাল থেকে লর্ডসে এই রীতি চালু হয়। আন্তর্জাতিক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক কিংবা বিখ্যাত কোন ব্যক্তি ঘণ্টা বাজানোর সম্মানসূচক দায়িত্ব পান।

ইংল্যান্ড ছাড়া ভারতের ইডেন গার্ডেনে ঘন্টা বাঁজানো হয়ে থাকে। বিশ্বের তৃতীয় ভেন্যু হিসেবে এবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘন্টা বাঁজানো হবে। আন্তর্জাতিক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক কিংবা বিখ্যাত কোন ব্যক্তি ঘণ্টা বাজানোর সম্মানসূচক দায়িত্ব পান। ঘন্টা ছাড়াও ম্যাচটির টিকিটের নকশাও করা হয়েছে ‘স্মারক’ এর আদলে। 

Bootstrap Image Preview