Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বল লাগার পর নড়াচড়া বন্ধ হয়ে যায় নিসাঙ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:০৪ AM আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:০৪ AM

bdmorning Image Preview


ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের তরুণ ক্রিকেটার পাথুম নিসাঙ্কা৷ চোট গুরুতর না হলেও এখনও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না ২০ বছর বয়সি ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে৷

ম্যাচের দ্বিতীয় দিনে ইংল্যান্ড ইনিংসের ৫৬ ওভারের মাথায় অফস্পিনার নিশন পেইরিসের বলে জোস বাটলার সজোরে পুল করেন৷ শর্ট লেগে দাঁড়ানো নিসাঙ্কা মাথা নীচু করে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন বটে, তবে বল সরাসরি গিয়ে লাগে তাঁর হেলমেটের ঠিক মাঝখানে৷ তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে তরুণ ক্রিকেটার৷

দুই ব্যাটসম্যানসহ মাঠে উপস্থিত সব ক্রিকেটাররাই মুহূর্তে নিসাঙ্কার কাছে দৌড়ে আসে৷ ইংল্যান্ডের টিম ডাক্তার মইজ মোঘাল সময় নষ্ট না করে দৌড় লাগান মাঠে৷ প্রাথমিকভাবে তিনিই নিসাঙ্কার চোট পরীক্ষা করে দেখেন৷ ইংল্যান্ডের ফিজিও ক্রেগ ডি’ওয়েইমার্ন, ব্রিটিশ ম্যাসাজ থেরাপিস্ট মার্ক স্যাক্সবি ও শ্রীলঙ্কার টিম ডাক্তারও চলে আসেন মাঠে৷

মাঠে প্রাথমিক শুশ্রুসার পর ইংল্যান্ডের সাপোর্ট স্টাফরাই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসেন শ্রীলঙ্কান ক্রিকেটারকে৷ পরে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিসাঙ্কাকে৷ সেখানে তড়িঘড়ি এমআরআই স্ক্যান করা হয় চোটের জায়গায়৷

প্রাথমিকভাবে জানা যায় যে, নড়াচড়া না করলেও একবারের জন্যও জ্ঞান হারাননি নিসাঙ্কা৷ সন্ধ্যার দিকে স্ক্যান রিপোর্ট হাতে আসার পর শ্রীলঙ্কার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, আপাতত বিপদমুক্ত তরুণ ক্রিকেটার৷ তবে আগামী ২৪ ঘণ্টা ডাক্তারদের নজরদারিতে রাখা হবে তাঁকে৷

দূর্ঘটনার পর মিনিট কুড়ি খেলা বন্ধ থাকে৷ নির্দিষ্ট সময়ের আগেই আম্পায়াররা চায়ের বিরতি ঘোষণা করলে দু’দল মাঠ ছাড়ে৷ পরে খেলা শুরু হয় নিয়ম মতো৷ শ্রীলঙ্কার ৯ উইকেটে ৩৯২ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৩৬৫ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়৷ শতরান করেন জো রুট৷ ম্যাচের প্রথম দিনে দশ নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ বলে ২৯ রান করে আউট হন নিসাঙ্কা৷

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করা নিসাঙ্কা এ পর্যন্ত ১৪টি প্রথম শ্রেনির ম্যাচে ৫৩.১৩ গড়ে ১১৬৯ রান সংগ্রহ করেছেন৷ ৪টি শতরান ও ৫টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর৷ ১০টি লিস্ট-এ ম্যাচে ২৭.৪৪ গড়ে ২৪৭ রান করেছেন তিনি৷

Bootstrap Image Preview