Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় লিগে চরম রান খড়ায় অাশরাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০১:২৮ PM

bdmorning Image Preview


জাতীয় লিগের পঞ্চম আসরে রান খড়ায় ভূগছেন মোহাম্মদ আশরাফুল। পঞ্চম রাউন্ডে প্রথম ইসিংসে করেছিলেন ১৪ রান। আর আজ দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসল ৩৪ রান। 

পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে ঢাকার বিপক্ষে সাদমান ইসালাম সঙ্গে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামেন আশরাফুল। এ সময় ঢাকার মেট্রোর দলীয় স্কোর ৫৯ রানে ২ উইকেট। 

দিনের শুরুটা আশরাফুল ও সাদমান ভালোই করেন। ৩৪ ওভারে দলীয় রান ১০০ তে পৌঁছায়। এ সময় সাদমান তার নিজের অর্ধশতক তুলে নিয়েছেন। আর ক্রিজে থাকা আশলাফুল ক্রিজে সেট হয়ে বড় রানের প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন। 

প্রথম সেশনের ড্রিকিংস ব্রেকে মেটোর স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১২০ রান। এ সময় সাদমানের সংগ্রহ ৬৪ আর আশরাফুল ব্যাট করছিলেন ২৩ রানে।

ড্রিকিংসের পর ব্যাটিংয়ে নেমে মনোসংযোগ হারালেন আশরাফুল। দলীয় ১৩৮ রানের সময় ৭২ বল থেকে ৩৪ রান করে প্যাভিলনে ফিরে যান তিনি। মোশারফ হোসেন রুবলের বলে বোল্ড হন তিনি। তার ইনিংসটি ৫ চার ও ১টি ছয় সাজানো ছিল।

আশরাফুল শুরু পঞ্চম রাউন্ডেই নয় তৃতীয় ও চতুর্থ রাউন্ডেও রান খড়ায় ভুগেছেন। তৃতীয় রাউন্ডে চিটাগংয়ের বিরুদ্ধে দুই ইনিংসে তার রান ছিল ০ ও ২৩। বোলিংয়ে নেন ১টি উইকেট। আর চতুর্থ রাউন্ডে সিলেটের বিরুদ্ধে দুই ইনিংসে তার রান ছিল ১৪ ও ১৪। বোলিংয়ে নেন ৩টি উইকেট।

আজ আশরাফুলের বিদায়ের পর আর কেউ ক্রিজে স্থায়ী হতে পারেনি। মাত্র ১৬৬ রানে শেষ হয় ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৬৬ রান আস সানমান ইসলামের ব্যাট থেকে। ঢাকা ডিভিশন ১৬১ রানে ও ইনিংস ব্যাবধানে ম্যাচ জীতে নেয়।

Bootstrap Image Preview