Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'#মিটু' আন্দোলনে বিসিসিআইয়ের উপর চটেছেন গাঙ্গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১১:৫১ AM আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১২:০০ PM

bdmorning Image Preview


বিসিসিআই-এর সিইও রাহুল জোহরিকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে তাকে অপসারণের দাবি তুলেছে ভারতের ৬০টি রাজ্য ক্রিকেট সংস্থা। এ বার সরব হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, সিএবি প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। সিইও এবং আদালত নিযুক্ত বিসিসিআইয়ের প্রশাসক কমিটির ভূমিকায় একেবারেই খুশি নন সিএবি সভাপতি।

যৌন হেনস্তার অভিযোগে মিট টু (#MeToo) আন্দোলনে এখন তোলপাড় গোটা ভারত। এই আন্দোলনে রাহুল জোহরির বিরুদ্ধে আনা  হয় অভিযোগ। যেখানে এক নারী সামাজিক মাধ্যমে বলেন, ডিসকভারি চ্যানেলে কাজ করার সময়ে তার মহিলার সঙ্গে জঘন্য আচরণ করেন বিসিসিআই-এর সিইও। আর এই অভিযোগ ঘিরেই তোলপাড় গোটা দেশের ক্রিকেট মহল।

রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করার জন্য গত ২৫ অক্টোবর তিন সদস্যের একটি কমিটি গঠন করে সিওএ। জানা গিয়েছে, রাহুল জোহরিকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুলেছেন এই কমিটির সদস্য ডায়ানা এডুলজি। এ দিকে জোহরিকে বরখাস্ত করার বিরুদ্ধে মত দিয়েছেন প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই।

সিওএ-র সদস্যদের মধ্যে তৈরি হওয়া এই মতান্তরের প্রেক্ষিতে সৌরভ বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না আর কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী এবং সচিব অমিতাভ চৌধুরীকে লেখা চিঠিতে লেখেন, বিসিসিআই-এর সিইও রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত (সিওএ) কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর সদস্যদের মধ্যে যে ভাবে মতান্তর তৈরি হচ্ছে, তাতে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

সৌরভের মত, কোটি কোটি ক্রিকেট অনুরাগীর মনে বিসিসিআই এবং ক্রিকেটারদের প্রতি যে সম্মান, যে আস্থা রয়েছে, তা নষ্ট হতে পারে। সিইও রাহুল জোহরি নিয়ে বিতর্কে আদালত নিযুক্ত বিসিসিআইয়ের প্রশাসক কমিটির ভূমিকায় মোটেই খুশি নন সৌরভ। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত প্রশাসক কমিটির এই মতান্তর যে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য মোটেই ভাল বিজ্ঞাপন নয়, তা এই চিঠিতে স্পষ্ট করে দেন সিএবি সভাপতি। এই চিঠিতে কার্যত বিসিসিআই সিইও রাহুল জোহরির অপসারণ দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Bootstrap Image Preview