Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে ধোনির বিকল্প নেই কোহলি কাছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১১:১১ AM আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১১:১১ AM

bdmorning Image Preview


ব্যাটে রান নেই৷ বাদ পড়েছেন টি-২০ থেকে৷ এই অবস্থায় মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার সংকটে মনে হলেও জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে পরবর্তী বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার প্রয়োজন বলে মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর৷

কোনও রকম রাখঢাক না করে সানির স্পষ্ট মত, বিশ্বকাপে কোহলির প্রয়োজন পড়বে ধোনিকে৷ আর কিছু না হলেও ধোনির অভিজ্ঞতা কাজে লাগবে ভারতের বিশ্বকাপ অভিযানে৷

গাভাসকর বলেন, ‘৫০ ওভারের ক্রিকেটে পর্যাপ্ত সময় হাতে পাওয়া যায়৷ সবাই জানে ধোনির ছোটখাটো ফিল্ডিং পরিবর্তন, বোলারদের হিন্দিতে পরামর্শ দেওয়া কাকে কোথায় বল করতে হবে, কি ধরণের বল করা দরকরা প্রভৃতি কতটা কার্যকরী হয়ে দেখা দেয়৷ এটা বিরাটের কাছে অত্যন্ত ইতিবাচক দিক হিসাবেই বিবেচিত হওয়া উচিত৷’

অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টি-২০ ম্যাচ থেকে বাদ পড়লেও ধোনির টি-২০ কেরিয়ার যে শেষ, এমনটা ভাবার কোনও কারণ নেই৷ কেননা, নির্বাচকপ্রধান এমএসকে প্রসাদ নিজেই জানিয়েছেন যে, দ্বিতীয় উইকেটকিপারের খোঁজ করার জন্যই এই ছ’টি ম্যাচে ধোনিকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এর আগে টিম ইন্ডিয়ার আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও গাভাসকরের মতোই ২০১৯ বিশ্বকাপে ধোনিকে টিম ইন্ডিয়ার প্রয়োজন বলে মতামত প্রকাশ করেছেন৷

Bootstrap Image Preview