Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়েস্ট ইন্ডিজ সফরেই দলে ফিরবেন সাকিব-তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১০:৪৪ AM আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১০:৪৫ AM

bdmorning Image Preview


দেশের ক্রিকেটের এই দুই স্তম্ভ দলের বাইরে রয়েছেন ইনজুরির কারণে। তাদের ছাড়া সময়টা বেশ ভালোই পাড় করছে বাংলাদেশ দল। তবে নভেম্বরের শেষ দিকে ওয়েষ্ট ইন্ডিজ সফরে এই দুই ক্রিকেটারকে দলে পাওয়ার বিষয়ে আশাবাদী বিসিবি।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চোটে পড়ে ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়েন মাঠের বাইরে। ডাক্তারের পরামর্শ ও পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মাঠে ফেরার সম্ভাবনা জেগেছে তামিম ইকবালের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু থেকে না হলেও মিরপুরের দ্বিতীয় টেস্টে মাঠে ফিরতে চান, এমন একটা আভাস দিয়ে রেখেছিলেন তামিম নিজেই।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন সাকিব আল হাসান।এ কথার পরই সংযুক্ত আরব আমিরাতে খেলতে  বিসিবি থেকে এনওসি দিয়েছে সাকিবকে। বিসিবির সাকিবকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফেরানোর লক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। আকরাম খান জানান, সিরিজের প্রথম থেকে না হলেও মাঝামাঝি অবস্থান থেকে দলে দেশ সেরা এই দুই ক্রিকেটারকে দেখা যেতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজে রয়েছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।২২ নভেম্বর থেকে ঘরের মাঠে টেস্ট দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের।

Bootstrap Image Preview