Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে জীততে স্ত্রী, ট্রেন আর কলা চাই কোহলিদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১০:১০ AM আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১০:১০ AM

bdmorning Image Preview


২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপে নিজেদের স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে রাখতে চান ভারতীয় ক্রিকেট দল। শুধু তাই নয় পুরো বিশ্বকাপ চলাকালীন সময়ে কোহলিরা বোর্ডের কাছে আরো দুইটি অদ্ভুত দাবি করেছে। 

সম্প্রতি ভারতীয় দল পরিচালন সমিতি আলোচনায় বসেছিল সিওএ বা প্রশাসকদের কমিটির সঙ্গে। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের সময় হওয়া বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন অধিনায়ক বিরাট কোহালি ছা়ড়াও ছিলেন টেস্টের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে, একদিনের সহ-অধিনায়ক রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রী ও নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান এমএসকে প্রসাদ।

বৈঠকে ভারতীয় ক্রিকেটাররা বলেন, মাস কয়েক আগের ইংল্যান্ড সফরে চাহিদামতো কলা মেলেনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জোগাড় করতে পারেনি ভারতীয় দলের পছন্দের ফল। সমস্যায় পড়েন ক্রিকেটাররা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই বিশ্বকাপে এ বার আগে থাকতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সাথে ক্রিকেটাররা চাইছেন বিশ্বকাপের সময় যে হোটেলে দল থাকবে, তাতে জিম যেন ঠিকঠাক থাকে। 

ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় দাবি, বিশ্বকাপের সময় ইংল্যান্ডে ট্রেনে ভ্রমণের ব্যবস্থা রাখার কথা বলেছেন। এটা নিয়ে অবশ্য নিরাপত্তার কারণে আপত্তি জানিয়েছে সিওএ। কোহালি তখন বলেন যে ইংল্যান্ড দলও ট্রেনে ভ্রমণ করে। দল তাই চাইছে একটা কোচ পুরো যেন বুক করা হয়। একটা শর্তে ব্যাপারটা মেনে নেওয়া হয় যে অপ্রীতিকর কিছু ঘটলে তার দায় সিওএ বা বিসিসিআই-এর নয়। 

বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের নিয়ে যাওয়া একটা বড় ইস্যু। বিশ্বকাপে পুরো সময়ই স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে আগ্রহী ক্রিকেটাররা। এটা নিয়ে সিওএ ভাবছে। কারণ, কোনও কোনও ক্রিকেটার এতে মনঃসংযোগ নষ্ট হয় বলে মনে করেন। প্রত্যেকের সবুজ সংকেত পেলেই সিওএ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে যখনই স্ত্রী-বান্ধবীরা সফরে থাকুন, তাঁদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হবে। না হলে ক্রিকেটাররা স্ত্রীর সঙ্গে আলাদা বসেন বাসে। যা টিম স্পিরিটের পরিপন্থী বলে বোর্ড মনে করছে।

Bootstrap Image Preview