Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একটি শর্তে সাকিবকে এনওসি দিলো বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ AM আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


আগামী ১৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে চলবে টি-টোয়েন্টি এক্স নামের একটি টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে খেলার জন্য বিসিবির কাছে অনুমতি পত্র চেয়ে আবেদন করেছিলেন সাকিব আল হাসান।

তবে বিশ্বকাপের আগে সে ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি না নিতে চাওয়ায় সাকিবের এই সিদ্ধান্তে বোর্ড কিছূটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। কারণ আঙুলের চোটে এই মুহূর্তে মাঠের বাইরে আছেন সাকিব আল হাসান। কবে নাগাদ ফিরতে পারবেন সেটিও নিশ্চিত নয়। তবে সাকিব আঙুলে এখন কোনো ব্যথা অনুভব না করায় এবং নিজেকে ফিট রাখতে দ্রুত খেলায় ফিরতে চান বলে মন্তব্য করেছিলেন। 

বিসিবি প্রথমে সাকিবের সিদ্ধান্তে কিছূটা অসন্তোষ্ট হলেও এবার তারা নিজেদের চিন্তাধারায় এনেছে পরিবর্তন। সাকিবকে টি-টোয়েন্টি লিগে খেলার এনওসি পত্রে সম্মতি দিয়েছে। তবে এর মধ্যে তারা একটি শর্ত জুড়ে দিয়েছে। বলা হয়েছে সাকিব নিজেকে ফিট প্রমান করতে পারলেই সে এনওসি পাবে। 

আকরাম খান বলেন,‘মেডিকেল প্রতিবেদন ইতিবাচক হলে সাকিবকে আমরা এনওসি দিয়ে দিচ্ছি। এক বছরের মধ্যে সাকিব অস্ত্রোপচার করতে পারবে না। আপাতত ব্যথাও নেই। মেডিক্যালি যদি সে ফিট থাকে, তাহলে খেলতে পারবে।’

আরব আমিরাতে লিগ চলাকালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশ সফরে থাকবে। ২২ ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।সিরিজের শেষটা হবে টি-টোয়েন্টি দিয়ে। ফিজিওর অনুমতি এবং ম্যাচ ফিটনেস পেলে সাকিবকে দেখা যেতে পারে হোম সিরিজেও।

 

Bootstrap Image Preview